পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না মালদ্বীপ - বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ

সম্প্রতি ভারত সফরে এসেছিলেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ। তাঁর সঙ্গে আলোচনায় উঠে এল বৈদেশিক সম্পর্ক, নাগরিকত্ব আইন, জম্মু-কাশ্মীর, ভারত- পাকিস্তান সম্পর্ক, 370 ধারা প্রত্যাহার সহ একাধিক ইশু ।

ছবি
ছবি

By

Published : Jan 17, 2020, 11:03 PM IST

Updated : Jan 18, 2020, 12:32 AM IST

দিল্লি, 17 জানুয়ারি : ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক আজকের নয় । কাশ্মীর এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারত সরকারের অবস্থানকে সমর্থন করেছে মালদ্বীপ । সম্প্রতি ভারত সফরে আসেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদ । তাঁর একান্ত সাক্ষাৎকার নিলেন স্মিতা শর্মা । আলোচনায় উঠে এল দু'দেশের বৈদেশিক সম্পর্ক, নাগরিকত্ব আইন, জম্মু-কাশ্মীর প্রসঙ্গ সহ একাধিক বিষয় । ভারতে ক্রিকেট স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে মালদ্বীপ সাহায্য করবে বলে আশ্বাস দিলেন তিনি ।

ETV ভারত : বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে আলোচনার প্রধান বিষয় কী ছিল ?
আবদুল্লাহ শাহিদ : দু'দেশের সম্পর্ক আরও গভীরতর করার লক্ষ্যে আমরা আলোচনা করি । মাসখানেক আগে এক যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলাম । ফের একবার এলাম । বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা দুই দেশের জন্য আবশ্যক ।

ETV ভারত : ভারতের কাছ থেকে কীরকম ভূমিকা প্রত্যাশা করেন ?
আবদুল্লাহ শাহিদ : ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত মজবুত । 1.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেয়েছি ভারতের কাছ থেকে । পাশাপাশি ভারত ঋণ দেওয়ার উর্ধ্বসীমা বাড়িয়ে দু'দেশের আর্থিক সীমাকে মজবুত করেছে । আমরা এই ঋণ পেয়ে দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবাকে মজবুত করেছি। বিমান বন্দরকে আরও সুসজ্জিত করেছি । ভারত থেকে যে পরিমাণ পর্যটক প্রতিবছর মালদ্বীপ সফর করেন, তা মালদ্বীপের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ।

ETV ভারত : ভারত মহাসাগরীয় অঞ্চল বা অন্য ক্ষেত্রে সন্ত্রাসবাদ প্রসঙ্গে আপনাদের ভূমিকা কী ? শ্রীলঙ্কায় জঙ্গি হামলার বিষয়টিকে কীভাবে দেখছেন ? এবিষয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে ?
আবদুল্লাহ শাহিদ : শুধু ভারত মহাসাগরীয় অঞ্চল নয়, এই মুহূর্তে সন্ত্রাসবাদ দু'দেশের ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ । মালদ্বীপ সন্ত্রাস দমনে সর্বদা সচেষ্ট । আমরা চাই, দিল্লির সঙ্গে যৌথভাবে সন্ত্রাস দমনে কাজ করতে । ভারত মহাসাগর বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা । ওই অঞ্চলের সুস্থির পরিবেশ মালদ্বীপের গণতান্ত্রিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ । একইসঙ্গে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিষয়টি তাৎপর্যপূর্ণ । আমরা দুই দেশই বিষয়টির উপর কড়া নজর রাখছি ।

ভিডিয়োয় শুনুন মালদ্বীপের বিদেশমন্ত্রীর বক্তব্য


ETV ভারত : IS হুমকি বিশেষ করে শ্রীলঙ্কায় জঙ্গি হামলার বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে? কীভাবে মালদ্বীপ বিষয়টির সমাধান করতে চাইছে ?

আবদুল্লাহ শাহিদ : ইসলামিক স্টেট এই মুহূর্তে বিশ্বের নতুন আতঙ্ক । আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজছি । কীভাবে সন্ত্রাসের মোকাবিলা করে শান্তি ফিরিয়ে আনা সম্ভব, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া এই মুহূর্তে সবচেয়ে জরুরি । পবিত্র দিনে শ্রীলঙ্কায় জঙ্গি হামলা আমাদের কাছে অত্যন্ত আঘাতের । যারা বিস্ফোরণের জন্য জড়িত তারা সমাজকে একটা ভয়ঙ্কর আঘাত দিয়েছিল । তারা শিক্ষিত মানুষ, কিন্তু একটা আতঙ্ক তৈরি করেছে । ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ একসঙ্গে লড়ছে । আমি নিশ্চিত, এই যৌথ উদ্যোগ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে । আমরা সাফল্য পাবই ।

ETV ভারত : জ়াকির নায়েক সম্পর্কে আপনার অভিমত কী ? মালদ্বীপ বারবার তাকে প্রত্যাখান করেছে, এপ্রসঙ্গে আপনাদের অবস্থান কী ?

আবদুল্লাহ শাহিদ : বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গটি গুরুত্ব পায়নি । এটা মালয়েশিয়ার সিদ্ধান্ত কাকে তাদের দেশে ঢুকতে দেবে, কাকে দেবে না । মালদ্বীপ আইন বিরুদ্ধ কোনও কাজ করবে না, এরকম কোনও কাজকে প্রশয় দেবে না । দেশের মানুষ ও নিরাপত্তার কথা ভেবে প্রতিটি পদক্ষেপ করবে ।

ETV ভারত : সংসদে অধ্যক্ষ ও প্রাক্তন প্রেসিডেন্ট নাসিদ তাঁর ভারত সফরের সময় চিন প্রসঙ্গে বেশকিছু রূঢ় শব্দ ব্যবহার করেছিলেন । ইয়েমেন সরকারের বিষয়েও তাঁর অবস্থান স্পষ্ট করেছিলেন । আপনি কী বলবেন?

আবদুল্লাহ শাহিদ : নাসিদের কোনও মন্তব্যের প্রেক্ষিতে আমি কোনও মন্তব্য করতে চাই না । আমাদের বর্তমান সরকার চিন সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করেছে । দেশের মানুষের স্বার্থ বিপন্ন হবে এমন কোনও পদক্ষেপ বর্তমান সরকার করবে না । যে কোনও সমস্যার সমাধানে আইন হল একমাত্র হাতিয়ার । বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ সামাজিক উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে । কোনওরম অনৈতিক কাজ তারা করবে না । আমাদের নির্বাচিত সরকারের একমাত্র কাজ দেশের মানুষের পাশে থাকা, মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া ।

ETV ভারত : চিনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা বাণিজ্যিক সুযোগ-সুবিধার বিষয়ে মালদ্বীপ সরকারের অবস্থান কী ?

আবদুল্লাহ শাহিদ : সামাজিক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে । গত সপ্তাহেই চিনের সহযোগিতায় একটি চক্ষু হাসপাতালের উদ্বোধন হয়েছে । সেখানে সাধারণ মানুষ সুযোগ পাবেন । গৃহনির্মাণের প্রকল্প তৈরি হয়েছে । গতবছর সেপ্টেম্বরে আমি বেজিং সফরে গেছিলাম । সেখানে গিয়ে দেখি, গৃহনির্মাণ প্রকল্পে বেজিংয় এক অভাবনীয় পদক্ষেপ করেছে । একইভাবে উন্নয়ন ঘটিয়েছে খেলাধূলার ক্ষেত্রে । প্রেসিডেন্ট সোলিহোর সময় আমি যখন সংসদীয় সদস্য ছিলাম বা বর্তমানে দুই দেশের খেলাধূলার বিষয়ে বেশ কিছু যৌথ পদক্ষেপ করেছি । রেকর্ড গড়েছি । এটা গণতন্ত্রের অংশ । দুই দেশ গণতান্ত্রিক পথে উন্নয়নে ক্ষেত্রে সক্রিয়তার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে ।

ETV ভারত : মালদ্বীপ ভারতের নাগরিকত্ব সংশোধনী আিন, কাশ্মীর ইশুকে সমর্থন জানিয়েছে । আপনাদের মন্তব্য এগুলি ভারতের অভ্যন্তরীণ বিষয় । কিন্তু মালদ্বীপ সংশয় প্রকাশ করেছে বর্তমান পরিস্থিতি নিয়ে । কেন?

আবদুল্লাহ শাহিদ : মালদ্বীপ প্রথম দেশ যারা প্রকাশ্যে মন্তব্য করেছে, 370 ধারা ভারতের অভ্যন্তরীণ বিষয় । 370 ধারা তুলে নেওয়ার বিষয়টি লোকসভায় যখন উত্থাপিত হয়, তখন আমি দিল্লিতে । সেই মুহূর্তেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম । জানিয়ে দিয়েছিলাম, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না মালদ্বীপ । ভারতের গণতন্ত্র বৈচিত্রপূর্ণ । যখন গণতান্ত্রিকভাবে সংসদের কোনও বিষয় নিয়ে বিরোধিতা হয় এবং তা নিয়ে আলোচনা হয় , সেটাই একটি সুষ্ঠু গণতন্ত্রের পরিচয় । ভারত সেই পরিচয় দিয়েছে ।কিন্তু এটা স্পষ্ট করা উচিত, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ । একটি উদাহরণ দেওয়া যাক, মালদ্বীপের সংসদে একটি বিষয় নিয়ে আলোচনা হল । সেবিষয়ে বাইরের আর একটি দেশ হস্তক্ষেপ করলে আমরা কি তা মেনে নেব? এই জন্য আমি বিশ্বাস করি সংসদ ও সরকার একে অন্যের পরিপূরক । এটাই গণতন্ত্রের সাফল্যের একমাত্র চাবিকাঠি ।


ETV ভারত : ভারতের গণতন্ত্র বিশ্বে বৃহত্তম । ভারতের গণতান্ত্রিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে । কাশ্মীর নিয়েও অনেক পদক্ষেপ করা হয়েছে । যা নিয়ে অনেক অভিযোগ উঠেছে । মানবধিকার লঙ্ঘণের অভিযোগও রয়েছে । বিষয়টিকে কীভাব দেখছেন ?

আবদুল্লাহ শাহিদ : বেশ কয়েকজনের সঙ্গে আমাদের রাষ্ট্রদূত কাশ্মীর সফর করেছিলেন । তিনি কিন্তু সেখানকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশই করেছিলেন । আমি নিশ্চিত, কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত সরকার অতিদ্রুত গঠনমূলক পদক্ষেপ করবে । শীঘ্রই কাশ্মীরে শান্তি ফিরে আসবে ।

ETV ভারত : মালদ্বীপ এবং OIC (ইসলামির দেশগুলির সংগঠন)-র মধ্যে পার্থক্য কোথায় ? এই বিষয়ে আপনারা কীভাবে ভারতের অবস্থান পর্যবেক্ষণ করছেন?

আবদুল্লাহ শাহিদ : আমরা আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি ।

ETV ভারত : SAARC ও SCO-র বিষয়ে আপনাদের অবস্থান কী ? এই দুটি সংগঠনকে এক ছাতার তলায় আনতে কি আপনার দেশ ইচ্ছুক? SAARC-এর সদস্য রাষ্ট্র ভারত-পাকিস্তান দুই বিপরীত মেরুতে অবস্থান করছে । যদি এই দুটি সংগঠনকে একই ছাতার তলায় আনা হয় । তাহলে কি সমস্যা আরও বাড়বে ? আপনার কী অভিমত ?

আবদুল্লাহ শাহিদ : 1985 সাল থেকে SAARC -এর পথচলা । আমরা একাধিক গঠনমূলক পদক্ষেপ করেছি । তবে এখনও সংশ্লিষ্ট সদস্য দেশগুলির আরও অনেক পথচলা বাকি । SAARC-এর অনেক সিদ্ধান্ত ভবিষ্যতের পথ নির্দেশ করেছে । আমরা একটি পর্যায়ে নিয়ে যেতে পেরেছি SAARC-কে ।


ETV ভারত : এটা অত্যন্ত হতাশাজনক, ভারত ও পাকিস্তান দুই মেরুতে অবস্থান করছে । কীভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে ?

আবদুল্লাহ শাহিদ : আমি মনে করি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব । মন্ত্রী পর্যায়ের আলোচনাই একমাত্র সমাধানের সূত্র বাতলে দিতে পারে । গতবছর মালদ্বীপে শিক্ষামন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছিলাম । প্রযুক্তিগত ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে । আলোচনা চলছে । কিন্তু শীর্ষ পর্যায়ের কোনও বৈঠক হয়নি । আমি মনে করি শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমেই সমাধান সম্ভব । কিন্তু তা হচ্ছে না । কোনও আশার আলোও দেখা যাচ্ছে না ।

ETV ভারত : শীর্ষ পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই বৈঠক বাদ দিয়ে কি কোনও সম্পর্ক কার্যকর করা সম্ভব?
আবদুল্লাহ শাহিদ : বিষয়টি আলোচনা সাপেক্ষ । আমরা আগামীর দিকে তাকিয়ে রয়েছি ।

ETV ভারত : ক্রিকেট স্টেডিয়াম তৈরির ব্যাপারে ভারত সরকারের কাছে কেমন সহযোগিতা পাচ্ছেন ?
আবদুল্লাহ শাহিদ : আমাদের রূপরেখা তৈরি । একটি অসাধারণ পদক্ষেপ । কাজ অনেকটা এগিয়েছে । ভিত তৈরির কাজ শীঘ্রই শুরু হবে । প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । ভারত থেকে কোচ নিয়োগ করা হয়েছে । আমাদের দেশের তরুণরা প্রশিক্ষণ নিচ্ছে । শীঘ্রই আমরা নিজেদের মেলে ধরব ।

ETV ভারত : আপনি কি প্রেসিডেন্ট সোলির মতো ক্রিকেটপ্রেমী ?
আবদুল্লাহ শাহিদ : আমাদের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি ক্রিকেটের অত্যন্ত ভক্ত । আমিও ক্রিকেট দেখি । গতবছর প্রেসিডেন্ট সোলি ও আমি বেঙ্গালুরুতে খেলা দেখতে আসার সুযোগ পেয়েছিলাম । সেটা এক অসাধারণ মুহূর্ত । আমরা খুব উপভোগ করেছিলাম ।

Last Updated : Jan 18, 2020, 12:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details