পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"দেশ কীভাবে চালাতে হবে, তা কারোর কাছে শেখার দরকার নেই,"- রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি আকবরুদ্দিন

দেশ কীভাবে চালাতে হবে তা কারও কাছ থেকে শিখব না ৷ জঙ্গি কার্যকলাপ বন্ধ হলেই আলোচনা সম্ভব ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বলল ভারত ৷

সইদ আকবরুদ্দিন

By

Published : Aug 16, 2019, 10:08 PM IST

Updated : Aug 16, 2019, 11:50 PM IST

নিউইয়র্ক, 16 অগাস্ট: দেশ কীভাবে চালাতে হবে তা কারও কাছ থেকে ভারত শিখবে না ৷ জঙ্গি কার্যকলাপ বন্ধ হলেই আলোচনা সম্ভব ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জানাল ভারত ৷

আজ জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয় ৷ সেই বৈঠকে নিরাপত্তা পরিষদে ভারতের প্রতিনিধি সইদ আকবরুদ্দিন বলেন, "সরকার ধীরে ধীরে কাশ্মীর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে ৷ জম্মু ও কাশ্মীর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ করছে ভারত সরকার৷ " জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে তাঁর আরও সংযোজন, "জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বাসিন্দারা যাতে সামাজিক ও অর্থনৈতিক সুযোগ, সুবিধা পান, সেজন্যই ভারত সরকার 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ এছাড়া অন্য কোনও উদ্দেশ্য সরকারের নেই ৷"

শুনে নিন সইদ আকবরুদ্দিনের বক্তব্য

নিরাপত্তা পরিষদের বৈঠকে নাম না করে পাকিস্তানের উদ্দেশে আকবরুদ্দিন বলেন, "জম্মু ও কাশ্মীরে অস্থির অবস্থা চলছে, এমন ছবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ৷ যা আদৌ সত্য নয় ৷ শুধু তাই নয়, বারবার একটি রাষ্ট্র ও তার নেতারা সন্ত্রাসে মদত দেওয়ার পাশাপাশি জেহাদ শব্দটিও ব্যবহার করেছেন ৷ এটা উদ্বেগজনক ৷ "

আরও পড়ুন: আনুষ্ঠানিক নয়, কাশ্মীর ইশুতে নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে আয়োজিত হয়নি ৷ ফলে এই বৈঠকের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে না ৷ বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা পরিষদের পাঁচ জন স্থায়ী ও 10 জন অস্থায়ী সদস্য ৷

আজ বৈঠকে রাষ্ট্রসংঘে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান উভয়েরই একতরফা পদক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত ৷ চিনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, "কাশ্মীরের পরিস্থিতি এমনিতেই খুবই উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক ৷" এই বৈঠকে ঢোকার আগে নিরাপত্তা পরিষদের রাশিয়ার ডেপুটি স্থায়ী সদস্য দিমিত্রি পলিয়ানস্কি বলেন, "মস্কো মনে করে এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়৷"

আরও পড়ুন: কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে নিরাপত্তা পরিষদে চিঠি চিনের

উল্লেখ্য , 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার ৷ ভারতের এই সিদ্ধান্তের বিরোধীতা করে নিরাপত্তা পরিষদে আবেদন করে পাকিস্তান ৷

Last Updated : Aug 16, 2019, 11:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details