নিউইয়র্ক, 16 অগাস্ট: দেশ কীভাবে চালাতে হবে তা কারও কাছ থেকে ভারত শিখবে না ৷ জঙ্গি কার্যকলাপ বন্ধ হলেই আলোচনা সম্ভব ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জানাল ভারত ৷
আজ জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয় ৷ সেই বৈঠকে নিরাপত্তা পরিষদে ভারতের প্রতিনিধি সইদ আকবরুদ্দিন বলেন, "সরকার ধীরে ধীরে কাশ্মীর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে ৷ জম্মু ও কাশ্মীর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ করছে ভারত সরকার৷ " জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে তাঁর আরও সংযোজন, "জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বাসিন্দারা যাতে সামাজিক ও অর্থনৈতিক সুযোগ, সুবিধা পান, সেজন্যই ভারত সরকার 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ এছাড়া অন্য কোনও উদ্দেশ্য সরকারের নেই ৷"
নিরাপত্তা পরিষদের বৈঠকে নাম না করে পাকিস্তানের উদ্দেশে আকবরুদ্দিন বলেন, "জম্মু ও কাশ্মীরে অস্থির অবস্থা চলছে, এমন ছবি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ৷ যা আদৌ সত্য নয় ৷ শুধু তাই নয়, বারবার একটি রাষ্ট্র ও তার নেতারা সন্ত্রাসে মদত দেওয়ার পাশাপাশি জেহাদ শব্দটিও ব্যবহার করেছেন ৷ এটা উদ্বেগজনক ৷ "
আরও পড়ুন: আনুষ্ঠানিক নয়, কাশ্মীর ইশুতে নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার বৈঠক