পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পদত্যাগ ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপির - edouard Philippe resigns as prime minister of France

কোরোনা পরিস্থিতির মাঝেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপি ৷ তবে, আগামী সরকার গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন তিনি ৷

edouard Philippe resigns as prime minister of France
ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন এডোয়ার্ড ফিলিপি

By

Published : Jul 4, 2020, 4:55 AM IST

ফ্রান্স, 3 জুলাই : পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপি ৷ দেশে কোরোনা পরিস্থিতির মাঝেই পদত্যাগ করলেন তিনি ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন জানান, যতদিন পর্যন্ত আগামী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করা হয় ততদিন ফিলিপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকবেন ৷

এলিজ়ি প্যালেস থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী ফিলিপি পদত্যাগপত্র জমা দিয়েছেন ৷ তা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ৷ ফ্রান্সে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বর্তমান পরিস্থিতি মোকাবিলা করবেন ৷

2017 সালে ফিলিপি ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন ৷ সে সময় তিনি LR পার্টির সদস্য ছিলেন ৷ এরপর LR পার্টি ছাড়লেও তিনি গভর্নিং সেন্টারিস্ট লা রিপাবলিক এন মার্সে দলে যোগ দেননি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details