জাকার্তা, 15 জানুয়ারি : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ । বৃহস্পতিবার গভীর রাতের ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুলাওয়েসিতে । ভূমিধ্বসে বাস্তু হারা বহু পরিবার । কমপক্ষে 10 জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ।
সুলাওয়েসির রাজধানী মামুজুর থেকে 36 কিলোমিটার দুরে 6.2 রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থান ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার গভীর । পশ্চিম সুলাওয়েসির প্রশাসনিক সচিব মহম্মদ ইদ্রিস জানিয়েছেন মামুজুতে গভর্নরের অফিস ভবন ভেঙে পড়েছে । সুলাওয়েসির প্রাদেশিক রাজধানী মামুজুতে সাত জনের মৃত্যু হয়েছে ।