পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প - earthquake hits Indonesia's Sulawesi island

সুলাওয়েসির রাজধানী মামুজুর থেকে 36 কিলোমিটার দূরে 6.2 রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থান 18 কিলোমিটার গভীর ।

এ

By

Published : Jan 15, 2021, 3:36 PM IST

জাকার্তা, 15 জানুয়ারি : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ । বৃহস্পতিবার গভীর রাতের ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুলাওয়েসিতে । ভূমিধ্বসে বাস্তু হারা বহু পরিবার । কমপক্ষে 10 জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ।

সুলাওয়েসির রাজধানী মামুজুর থেকে 36 কিলোমিটার দুরে 6.2 রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থান ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার গভীর । পশ্চিম সুলাওয়েসির প্রশাসনিক সচিব মহম্মদ ইদ্রিস জানিয়েছেন মামুজুতে গভর্নরের অফিস ভবন ভেঙে পড়েছে । সুলাওয়েসির প্রাদেশিক রাজধানী মামুজুতে সাত জনের মৃত্যু হয়েছে ।

2008 সালে ভারত মহাসাগরে বড় ভূমিকম্প হয়। প্রায় 2 লাখ 30 হাজার মানুষে প্রাণ হারান । এর মধ্যে অধিকাংশই ইন্দোনেশিয়ার ।

আরও পড়ুন মমতা ও কল্যাণের বিরুদ্ধে বিহারের আদালতে মামলা দায়ের

ABOUT THE AUTHOR

...view details