কাবুল(আফগানিস্তান), 11 ফেব্রুয়ারি : আজ ভোরে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.9 । কাবুলের উত্তর ও উত্তর-পূর্বদিকে 277 কিমি দূরে ভূকম্পন অনুভূত হয় ।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, আজ ভোর 4টে নাগাদ আফগানিস্তানের হিন্দুকুশ চত্বরে ভূমিকম্প হয় ৷ উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 97 কিমি গভীরে ।
আরও পড়ুন : তীব্র ভূমিকম্প, অস্ট্রেলিয়া, নিউজ়িল্য়ান্ডে সুনামির সতর্কতা
এদিকে, আজই সুনামির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে ৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ ক্যালেডোনিয়া, ভানুয়াতুতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে । তীব্র ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে সুনামির আশঙ্কা করা হচ্ছে ৷ ভূমিকম্পে তীব্রতা ছিল 7.7 ৷