পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মেহুলকে জামিন দিল না ডমিনিকার হাইকোর্ট - মেহুল চোক্সি

ভারত থেকে পালিয়ে অ্যান্টিগা ৷ সেখান থেকে পালিয়ে ডমিনিকা ৷ কিন্তু সেখানকার আদালত পিএনবি-র টাকা তছরুপের মামলায় অভিযুক্ত মেহুলকে জামিন দিল না ৷

পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি
পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি

By

Published : Jun 12, 2021, 3:34 PM IST

Updated : Jun 12, 2021, 5:45 PM IST

রোজো (ডমিনিকা), 12 জুন : পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সির জামিনের আবেদন খারিজ করল ডমিনিকার হাইকোর্ট ৷ তাঁর "ফ্লাইট রিস্ক" রয়েছে, অর্থাৎ দেশ ছেড়ে পালানোর আশঙ্কা রয়েছে ৷ এ ছাড়া ডমিনিকার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই, তাই হাইকোর্ট তাঁকে এই দ্বীপ ছেড়ে চলে যাওয়া আটকাতে কোনও শর্ত চাপাতে পারে না আদালত ৷

আরও পড়ুন : গার্লফ্রেন্ড বারবারা মিথ্যে কথা বলছেন, দাবি মেহুলের স্ত্রীর

মেহুল চোক্সি কোর্টে জানিয়েছিল যে তিনি তাঁর ভাইয়ের সঙ্গে ডমিনিকার কোনও হোটেলে থাকবেন, যদিও নির্দিষ্ট কোনও ঠিকানার উল্লেখ করা হয়নি ৷ ডমিনিকার আদালত মেহুলের এই অস্বচ্ছতা উল্লেখ করে জানায় যে তাঁর বিচার এখনও শুরুই হয়নি ৷

অ্যান্টিগার একটি সংবাদসংস্থা জানিয়েছে, আপাতত তাঁকে এখুনি ভারতের হাতে তুলে দেওয়া থেকে রেহাই দিয়েছে আদালত ৷ চোক্সির আইনজীবী জানিয়েছিলেন যে মেহুলের পালিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই, তবুও কোর্ট তাঁর আর্জি খারিজ করে দেয় ৷ এর আগে ডমিনিকার প্রধানমন্ত্রী মেহুলকে "ভারতীয় নাগরিক" হিসেবে উল্লেখ করে জানিয়েছিলেন যে একজন পলাতকের বিচারের দায়িত্ব ডমিনিকার আদালতের ৷

Last Updated : Jun 12, 2021, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details