রোজো (ডমিনিকা), 12 জুলাই : 14 হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সিকে শেষ পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিল ডমিনিকার একটি আদালত ৷ শারীরিক অসুস্থতার কারণে তাঁকে জামিন দেওয়া হয়েছে ৷
ঠিক এক মাস আগে চোক্সির জামিনের আবেদন খারিজ করেছিল ডমিনিকার আদালত ৷ সেবার আদালতে উল্লেখ করা হয়েছিল তাঁকে নিয়ে "ফ্লাইট রিস্ক" রয়েছে, অর্থাৎ তাঁর দেশ ছেড়ে পালানোর আশঙ্কা রয়েছে ৷ তবে পাশাপাশি আদালত জানিয়েছিল, যেহেতু ডমিনিকার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, তাই হাইকোর্ট তাঁর এই দ্বীপ ছেড়ে চলে যাওয়া আটকাতে কোনও শর্ত চাপাতে পারে না ৷ শেষ অবধি এদিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেহুল চোক্সিকে জামিন দিল ওই আদালত ৷