পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চিনে উইঘুর মুসলিমদের দুর্দশা নিয়ে নীরব ইমরান, তীব্র নিন্দা আন্তর্জাতিক স্তরে - উইঘুর মুসলিম কংগ্রেস

আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে ইমরান খান

চিনে উইঘুর মুসলিমদের দুর্দশা নিয়ে নীরব ইমরান, তীব্র নিন্দা আন্তর্জাতিক স্তরে

By

Published : Sep 16, 2019, 10:26 PM IST

জেনেভা, 16 সেপ্টেম্বর : ফের আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পাকিস্তান ৷ সমালোচনার মুখে ইমরান খান সরকার ৷ উইঘুর মুসলিমদের দুর্দশার খোঁজ রাখেন না ইমরান, একথা বললেন ডোলকুন ইসা ৷ জেনেভায় আয়োজিত বিশ্ব উইঘুর কংগ্রেস প্রেসিডেন্ট তিনি ৷

ইসার মত, ইমরান খান খুব ভালোভাবেই জানেন, চিনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের কথা ৷ কিন্তু তিনি মুখ খুলতে রাজি নন ৷ ইমরান এ নিয়ে কথা বলতে আগ্রহী নন বলেও জানান ইসা ৷

পাকিস্তান অন্যতম রাষ্ট্র যারা মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, দাবি করেন ইসা ৷ তাঁর মত, চিন সব কিছু জেনেও নীরব রয়েছে ৷ চিনের এই মৌন থাকার কারণটা ইচ্ছাকৃত বলেও উল্লেখ করেন তিনি ৷

কিছুদিন আগে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরানকে উইঘুর মুসলিমদের নিয়ে প্রশ্ন করা হয় ৷ জানতে চাওয়া হয়, ইমরান কি চিনের প্রেসিডেন্টের সঙ্গে কোনও কথা বলেছেন ? প্রশ্নের উত্তরে ইমরান বলেছিলেন, তিনি দেশের অর্থনীতি নিয়ে ব্যস্ত ৷ ব্যস্ত কাশ্মীর নিয়ে ৷ তাই এ নিয়ে ভাবার অবকাশ পাননি ৷

ABOUT THE AUTHOR

...view details