পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা : মৃতের সংখ্যায় চিনকেও ছাড়াল ইট্যালি

কোরোনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে ইট্যালিতে ৷ চিনের থেকেও বেশি মানুষের মৃত্যু হল সেদেশে ৷

death-toll-due-to-coronavirus-in-italy-rises-to-3405
ইট্যালিতে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 3 হাজার, ছাড়াল চিনকেও

By

Published : Mar 20, 2020, 8:20 AM IST

রোম, 20 মার্চ : কোরোনা ভাইরাস প্রাণ কাড়ল ইট্যালির আরও 427 জনের ৷ যার ফলে সে'দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 হাজার 405 ৷ কোরোনা ভাইরাসের জেরে চিনে এখনও পর্যন্ত 3 হাজার 250 জনের মৃত্যু হয়েছে ৷ ফলে মৃতের সংখ্যায় চিনকেও টপকে গেল ইট্যালি ৷ তবে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের সংখ্যা চিনেই বেশি ৷

ইট্যালি সরকার জানিয়েছে, কোরোনা ভাইরাসে 41 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত ৷ নতুন করে আক্রান্ত 5 হাজার 322 জন ৷

সম্প্রতি, কোরোনা ভাইরাসকে চাইনিজ় ভাইরাস বলেন ডোনাল্ড ট্রাম্প ৷ সেই ভাইরাসে চিনে আক্রান্ত 80 হাজার 996 ৷ নতুনভাবে আক্রান্ত 39 ৷ বর্তমানে চিনে মৃতের সংখ্যা কমলেও বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ নভেল কোরোনা ভাইরাসে বিশ্বে সর্বাধিক আক্রান্তের সংখ্যায় প্রথম স্থানে চিন ৷ তারপরই রয়েছে ইট্যালি, ইরান ও স্পেন ৷

অন্যদিকে, কোরোনা ভাইরাসের জেরে প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ার বাজারে ৷ গতকাল অ্যামেরিকায় ওয়াল স্ট্রিটের বাজার নিম্নমূখী ৷ ডো জোনস ইন্ডাস্ট্রিয়ালের 20 হাজার পয়েন্ট নেমে যাওয়ায় গড়ে সূচক এসে দাঁড়িয়েছে এক শতাংশে ৷ অ্যামেরিকার ইতিহাসে শেয়ার বাজারে এই প্রথম এতটা ক্ষতি ৷

ABOUT THE AUTHOR

...view details