পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল 42 হাজার

বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । ইট্যালিতে মৃতের সংখ্যা সর্বাধিক ।

By

Published : Apr 1, 2020, 2:55 PM IST

Published : Apr 1, 2020, 2:55 PM IST

Updated : Apr 1, 2020, 4:52 PM IST

ছবি
ছবি

দিল্লি, 1 এপ্রিল : বিশ্বে কোরোনায় মৃত বেড়ে দাঁড়িয়েছে 42 হাজার 334 জন । শীর্ষে রয়েছে ইট্যালি । তারপরই রয়েছে স্পেন । অ্যামেরিকাতেও গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 865 জনের । অ্যামেরিকার পরই আক্রান্তের নিরিখে রয়েছে চিন, জার্মান, ফ্রান্স, ইরান ।

বিশ্বে কোরোনার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইট্যালি । বিশ্বে মৃত্যুর 30 শতাংশই হয়েছে এখানে । শুক্রবার একদিনে 919 জনের মৃত্যু হয়েছে সেখানে । শনি, রবি ও সোমবার যথাক্রমে মৃত্যু হয়েছে 889, 756 ও 812 জনের । ইট্যালির পরই রয়েছে স্পেন । এখানে একদিনে 849 জনের মৃত্যু হয়েছে । ইট্যালির পর বিশ্বের দ্বিতীয় দেশ স্পেন । যেখানে প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়েছে । শনি ও রবিবার যথাক্রমে 812 ও 838 জনের মৃত্যু হয়েছে । স্পেনে এ পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 94 হাজার 417 । ইট্যালির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা লমবার্ডি । এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে এখানে । অন্যদিকে, পার্শ্ববর্তী এলাকা পিয়েডমন্টে এখনও পর্যন্ত শতাধিক মানুষের মত্যু হয়েছে । আক্রান্তদের মধ্যে 15 হাজার মানুষ সুস্থও হয়েছে ।

অ্যামেরিকায় আক্রান্তের সংখ্যা এক লাখ 88 হাজার 578 জন । এ পর্যন্ত মৃত্যু হয়েছে 4 হাজার 54 জনের । পরিসংখ্যান বলছে আগামী দু'সপ্তাহে যা পৌঁছাতে পারে 2 লাখ 40 হাজারে । চিনের হুবেই প্রদেশের ইউহানে এই ভাইরাসের এপিসেন্টার । যেখানে প্রথম দিকে আক্রান্তের সংখ্যাটা কম থাকলেও জানুয়ারির শেষের দিকে ধীরে ধীরে বাড়তে থাকে । দ্রুত বাড়ে মৃতের সংখ্যাও । এখনও পর্যন্ত 3 হাজার 304 জনের মৃত্যু হয়েছে চিনে । আক্রান্ত 71 হাজার 808 জন । চিনে এখন আর নতুন করে আক্রান্তের তেমন খবর নেই । ইট্যালি, স্পেনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জার্মানিও । মৃত্যু হয়েছে 775 জনের ।

ফ্রান্সে প্রায় 52 হাজার মানুষ আক্রান্ত এই মারণ ভাইরাসে । মৃত্যু হয়েছে 3 হাজার 523 জনের । কোরোনার প্রকোপ থেকে রক্ষা পায়নি ইরানও । 44 হাজার 605 জন আক্রান্ত । মৃত্যু হয়েছে 2 হাজার 898 জনের । ব্রিটেন থেকে সুইৎজ়ারল্যান্ড, বেলজিয়াম থেকে নেদারল্যান্ডস, প্রতিটি দেশেই কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজারেরও বেশি । উল্লেখ্য ব্রিটেনে কোরোনা আক্রান্তের সংখ্যা 25 হাজার 150 । মৃত্যু হয়েছে এক হাজার 789 জনের । বাদ যায়নি পর্তুগাল, কানাডা, দক্ষিণ কোরিয়াও । প্রতিটি দেশে সাত থেকে আট হাজার মানুষ কোরোনায় আক্রান্ত । একই সঙ্গে জাপান, আয়ারল্যান্ড, ডেনমার্কের মতো দেশে প্রায় 3 হাজারের মতো মানুষ কোরোনায় আক্রান্ত । বিশ্বের নিরিখে গ্রিস, পেরু, মেক্সিকোতে তেমনভাবে থাবা বসাতে পারেনি কোরোনা। তবুও প্রতিটি দেশে প্রায় 1000 জন করে কোরোনায় আক্রান্ত । সিঙ্গাপুরে 926 জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে মাত্র তিন জনের । কাতারেও 781 জন আক্রান্তের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে । এর পাশাপাশি ভারতে মৃত্যু হয়েছে 38 জনের । সুস্থ হয়েছে 133 জন । মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । তারপরই রয়েছে কেরালা ও তামিলনাড়ু ।

Last Updated : Apr 1, 2020, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details