ইসলামাবাদ ,17 ডিসেম্বর : পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ় মুশারফকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল হল । আজ পাকিস্তানের এক বিশেষ আদালত এই রায় দেয়।
1999-2008 সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন পারভেজ় মুশারফ। সেইসময় 2007 সালে সংবিধানকে কার্যত নিষ্ক্রিয় করে জরুরি অবস্থা জারি করেন তিনি । এই ঘটনার জেরেই দেশদ্রোহিতার দায়ে আজ মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়।
76 বছরের মুশারফ এখন পাকিস্তানে থাকেন না। 2016 সালের মার্চ থেকে তিনি দুবাইয়ে থাকছেন । মার্চের আগে চিকিৎসা করানোর জন্য পাকিস্তান ছেড়েছিলেন। তারপর থেকেই স্বাস্থ্য ও নিরাপত্তার কারণ দেখিয়ে আর পাকিস্তানে ফেরেননি মুশারফ।
মুশারফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ। কিন্তু 2013 সাল পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত ছিল । এরপর ৫ ডিসেম্বর পারভেজ় মুশারফকে বয়ান দেওয়ার নির্দেশ দেয় বিশেষ আদালত।
দুবাইতে থাকাকালীনই মুশারফ বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন । তাঁর দাবি ছিল, তাঁর অনুপস্থিতিতে যেন কোনও বিচারপ্রক্রিয়া না হয়। তিনি সুস্থ হয়ে আদালতে হাজিরা না দেওয়া পর্যন্ত সামনে না আসা পর্যন্ত রায়দান যেন স্থগিত থাকে ।