উহান, 6 জুলাই : বিশ্বব্যাপী চলছে কোরোনা প্যানডেমিক ৷ এর সংক্রমণ হচ্ছে কোরোনা ভাইরাসে থেকে যা অনেকটা SARS - এর মতো ৷ কোরোনায় আক্রান্ত হয়ে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ এরই মধ্যে উঠে এসেছে কিছু উত্তর না পাওয়া প্রশ্ন ৷ কারণ , একটি তদন্তের রিপোর্ট থেকে জানা গেছে, আজ থেকে সাত বছর আগে চিনের উহানের ভাইরোলজি ইনস্টিটিউটে বিজ্ঞানীরা একপ্রকার ভাইরাসের স্যাম্পেল পাঠিয়েছিলেন ৷ যা অনেকটাই মিলে যায় COVID-19 ভাইরাসের সঙ্গে ৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, 2013 সালে দক্ষিণ পশ্চিম চিনের একটি তামার খনিতে বাদুড়ের মল পরিষ্কার করতে গিয়ে 6 জন নিউমোনিয়ায় আক্রান্ত হয় ৷ সেখান থেকে নমুনা সংগ্রহ করে ব্যাট-ইনফেসটেড ভাইরাসের ফ্রোজ়েন স্যাম্পেল পাঠানো হয় উহান ল্যাবরেটরিতে ৷ পরে জানা যায়, ওই 6 জন আক্রান্তের মধ্যে 3 জন মারা যায় ৷ তাদের চিকিৎসা করেন জরুরি পরিষেবায় কর্মরত এক ডাক্তার ৷ সেখান থেকে তৈরি একটি রিপোর্ট অনুযায়ী, হতেও পারে কোরোনা ভাইরাসের উৎপত্তি বাদুড়ের থেকে ৷ উহান প্রদেশের ওই একই খনিতে গবেষণা করেন উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির কোরোনা ভাইরাস বিশেষজ্ঞ শি জ়েংলি ৷