পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কুয়ালালামপুর থেকে ভারতীয়দের উদ্ধারে এয়ার এশিয়ার বিমান - vizag

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিইদ্দিন ইয়াসিন কোরোনার জেরে দেশে বিদেশে ভ্রমণ বন্ধের পদক্ষেপ নিয়েছেন ৷ গত সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রক একটি টুইট করে জানায়, মালয়েশিয়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 125 জন ৷ ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 553 ৷

covid-19-outbreak-air-asia-flights-to-evacuate-indians-from-kuala-lumpur
কুয়ালা লামপুর থেকে ভারতীয়দের উদ্ধারে এয়ার এশিয়ার বিমান

By

Published : Mar 18, 2020, 10:42 AM IST

দিল্লি, 18 মার্চ : কোরোনার জেরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আটকে থাকা ভারতীয় পড়ুয়া ও অন্যান্যদের উদ্ধারে পাঠানো হচ্ছে এয়ার এশিয়ার বিমান ৷ দিল্লি ও ভাইজ়্যাগ থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেবে বিমানগুলি ৷ গতকাল বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইট করে বিষয়টি জানান ৷ তিনি লেখেন, " কুয়ালালামপুর বিমানবন্দরে ট্রানজ়িটের অপেক্ষায় থাকা ভারতীয় শিক্ষার্থী এবং অন্যান্যরা যে কঠিন পরিস্থিতির মধ্যে অপেক্ষা করছেন তার প্রশংসা করুন ৷ আমরা আপনাদের জন্য দিল্লি ও ভাইজ়্যাগ থেকে এয়ার এশিয়ার বিমানের ব্যবস্থা করেছি ৷ এই কঠিন সময়ে, সাবধানতা অবলম্বন করুন ৷ দয়া করে বিমান সংস্থাটির সাথে যোগাযোগ করুন ৷ "

ইতিমধ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিইদ্দিন ইয়াসিন কোরোনার কারণে দেশে-বিদেশে ভ্রমণ বন্ধের পদক্ষেপ নিয়েছেন ৷ গত সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রক টুইট করে জানায়, সেদেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 125 জন ৷ ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 553 ৷ এরপরই বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । সেদেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বেশিরভাগ নতুন সংক্রমণই ধর্মীয় সমাবেশের মাধ্যমে ছড়িয়েছে । ফলে শুধুমাত্র ভ্রমণে নয় ধর্মীয়, ক্রীড়া, সামাজিক এবং সাংস্কৃতিক জনসমাবেশসহ সমস্তরকম ক্রিয়াকলাপে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া সরকার ।

যত দিন যাচ্ছে কোরোনার প্রকোপ বাড়ছে ৷ ফলে এই ভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশব্যাপী জরুরি ব্যবস্থা, ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ, স্কুল-কলেজ বন্ধ হওয়া, রেস্তরাঁ, ক্যাফে ও বারগুলি বন্ধ করার আদেশ দিচ্ছে সরকার ৷ চিন ও এশিয়ার প্রায় 10 মিলিয়ন মানুষ তাঁদের বাড়ি ছেড়ে বেরোতে পারছেন না। কোথাও স্কুল-কলেজ বন্ধ , কোথাও বন্ধ কর্মক্ষেত্র ৷ সরকারি নিষেধাজ্ঞার মুখে সাধারণ মানুষ ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ( WHO ) অনুযায়ী, বিশ্বব্যাপী নভেল কোরোনা ভাইরাসে আক্রান্ত 1 লাখ 98 হাজার 543 জন। মারা গেছেন 7 হাজার 988 জন ৷

ABOUT THE AUTHOR

...view details