নয়াদিল্লি, 6 মার্চ: কোরোনা সংক্রমণের জেরে তেহরানে আটকে পড়া ২৪০ জন কাশ্মীরি পড়ুয়া সহ কয়েকশো ভারতীয় আশার আলো দেখছে । কারণ তাঁদের সেখান থেকে বের করে আনার প্রক্রিয়াকে আরও দ্রুত করতে চাইছে ভারত ও ইরান । তেহরান থেকে আটকে পড়া ভারতীয়দের সোয়াবের নমুনা নিয়ে দিল্লিগামী ইরানের প্রথম বিমানটি, আগামী শনিবার সকালে তেহরানের IKIA বিমানবন্দর থেকে রওনা দিতে পারে । দেশে ফেরানোর পর্ব শুরু হওয়ার আগে সেখানে বসবাসকারী ভারতীয়দের পরীক্ষা করার বিষয়ে সম্মত হয়েছে ইরান । পাশাপাশি, তেহরানে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ছজন বিশেষজ্ঞের ভিসাও মঞ্জুর করা হয়েছে ।
তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "২৬ ফেব্রুয়ারি ভারতগামী উড়ান বাতিল করেছিল ইরান । কিন্তু, বর্তমানে মানবিকতার স্বার্থে এবং বিষয়টির গুরুত্ব বুঝে তৎপর হয়েছে ইরান সরকার । যাতে একে অপরের দেশে আটকে পড়া নাগরিকদের বের করে আনতে উদ্ধারকারী বিমানের ব্যবস্থা করা যায় । এক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিধি মানা হবে ।"