পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চিনে মৃতের সংখ্যা পৌঁছাল 722-এ, কেরালায় আক্রান্ত আরও তিন

একদিনে 86 জনের মৃত্যুতে চিনে কোরোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 722-এ ৷ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,546-এ ৷

Corona update
চিনে মৃতের সংখ্যা পৌছাল 722

By

Published : Feb 8, 2020, 12:45 PM IST

Updated : Feb 8, 2020, 3:26 PM IST

বেজিং, 8 ফেব্রুয়ারি: চিনে মৃত্যুমিছিল থামার কোনও চিহ্ন নেই ৷ একদিনে 86জনের মৃত্যুতে চিনে কোরোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 722-এ ৷ মৃত 86 জনের মধ্যে 81জনই হুবেই প্রদেশের ইউহানের বাসিন্দা ৷ বাকি 5জনের মধ্যে 2 জন হেলংজিয়াংয়ের বাসিন্দা এবং 3 জন যথাক্রমে বেজিং, হেনান ও গানসুর বাসিন্দা ছিলেন ৷

জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফ থেকে বলা হয়, 3399টি নিশ্চিত কোরোনা আক্রান্তের কেস মিলিয়ে চিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,546-এ৷ শুক্রবার দিনের শেষে হংকংয়ে 26টি নতুন কোরোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে, যার মধ্যে একজন মারাও গেছেন ৷ ম্যাকাওতে 10টি ও তাইওয়ানে 16টি কোরোনা আক্রন্তের খোঁজ পাওয়া গেছে ৷ ভারতের কেরালায় খোঁজ মিলেছে কোরোনায় আক্রান্ত তিন ব্যক্তির ৷

4214জনকে কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্যদিকে কাল ভরতি থাকা রোগীদের মধ্যে 1280 জন গুরুতর অসুস্থ হয়ে পরেন এবং 510জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি হসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৷ বর্তমানে মোট 6101 জন কোরোনা আক্রান্ত এখনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি ৷ কমিশনের তরফ থেকে জানানো হয়, 3.45 লাখ মানুষকে কোরোনা আক্রান্তের সংস্পর্শে ছিলেন বলে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 26,702 জনকে পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে ৷ 1.89 লাখের বেশি মানুষ এখনও চিকিৎসকের নজরাধীন৷

বৃহস্পতিবার একটি কনফারেন্সে বলা হয়, কোরোনার মূলকেন্দ্র ইউহানে কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিরুনি তল্লাশি চালানো হবে যাতে কোরোনায় আক্রান্ত বা যারা আক্রান্তের সংস্পর্শে ছিল,তাদের খুঁজে পাওয়া যায় ৷ সন্দেহজনক ব্যক্তিদের বাকিদের থেকে আলাদা করে পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা করানো হবে ৷ কেউ জ্বরে আক্রান্ত হলে তাকেও মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যাওয়া হবে ৷ আক্রান্ত ও সাধারণ মানুষদের আলাদা করার কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থাও নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ৷

জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা গুয়ো ইয়ানহং জানান, ‘‘ইউহানে আক্রান্তদের চিকিৎসার জন্য 11 হাজার স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে ৷ এদের মধ্যে 3000 জন চিকিৎসক ও নার্স ICU- অভিজ্ঞ ৷’’ তিনি আরও বলেন, ICU-তে কাজ করার জন্য প্রচুর কর্মীর প্রয়োজন ৷ এই মুহুর্তে যারা ইউহানে কোরোনা রোগীদের চিকিৎসা ও সেবায় নিযুক্ত, তারা একটানা কাজ করায় মানসিক ও শারীরিক ভাবে ক্লান্ত ৷ তাই আরও চিকিৎসক পাঠানো হয়েছে,যাতে বাকিরা কিছুক্ষণ অবসর নেওয়ার সুযোগ পান ৷ ’৷

WHO প্রধান টেড্রোস অ্যাডানম গ্রেবায়সিস শুক্রবার বলেন, ‘‘কোরোনা প্রতিরোধে প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধ ও মাস্কের সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে ৷ ইতিমধ্যে গবেষকরা জানিয়েছেন, ‘‘কোরোনা ভাইরাসটি সম্ভবত প্যাঙ্গোলিনের মাধ্যমে ছড়িয়েছে ৷ রোগীর দেহে পাওয়া ভাইরাসের সঙ্গে প্যাঙ্গোলিনের জিনোমের একটি অংশের 99 শতাংশ মিল পাওয়া গেছে ৷

এদিকে, ইউহান থেকে ভারতে ফিরিয়ে আনা 647জনকে মানেসরের একটি বিশেষ ক্যাম্পে রাখা হয়েছে ৷ তাদের প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে ৷ কেরলে খোঁজ মিলেছে আরও কোরোনায় আক্রান্ত তিন ব্যক্তির ৷ তাদের আপাতত চিকিৎসকের কড়া নজরদারীতে রাখা হয়েছে ৷

কোচির বাসিন্দা 15জন ছাত্র যারা হুবেইতে পড়াশোনা করতে গিয়েছিল, তারা শুক্রবার সকাল 11টায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ৷ বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পর পাঁচটি বিশেষ অ্যাম্বুলেন্সে সরাসরি কালামাসেরি মেডিক্যাল কলেজে ICU-তে ভর্তি করা হয় ৷ তাদের পরিবারের লোকজন বিমানবন্দরে দেখা করতে পৌছালেও, সংক্রমণের ভয়ে চিন থেকে আগত ছাত্রদের সঙ্গে তাদের পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি ৷

Last Updated : Feb 8, 2020, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details