বেজিং, 8 ফেব্রুয়ারি: চিনে মৃত্যুমিছিল থামার কোনও চিহ্ন নেই ৷ একদিনে 86জনের মৃত্যুতে চিনে কোরোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 722-এ ৷ মৃত 86 জনের মধ্যে 81জনই হুবেই প্রদেশের ইউহানের বাসিন্দা ৷ বাকি 5জনের মধ্যে 2 জন হেলংজিয়াংয়ের বাসিন্দা এবং 3 জন যথাক্রমে বেজিং, হেনান ও গানসুর বাসিন্দা ছিলেন ৷
জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফ থেকে বলা হয়, 3399টি নিশ্চিত কোরোনা আক্রান্তের কেস মিলিয়ে চিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,546-এ৷ শুক্রবার দিনের শেষে হংকংয়ে 26টি নতুন কোরোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে, যার মধ্যে একজন মারাও গেছেন ৷ ম্যাকাওতে 10টি ও তাইওয়ানে 16টি কোরোনা আক্রন্তের খোঁজ পাওয়া গেছে ৷ ভারতের কেরালায় খোঁজ মিলেছে কোরোনায় আক্রান্ত তিন ব্যক্তির ৷
4214জনকে কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্যদিকে কাল ভরতি থাকা রোগীদের মধ্যে 1280 জন গুরুতর অসুস্থ হয়ে পরেন এবং 510জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি হসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৷ বর্তমানে মোট 6101 জন কোরোনা আক্রান্ত এখনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি ৷ কমিশনের তরফ থেকে জানানো হয়, 3.45 লাখ মানুষকে কোরোনা আক্রান্তের সংস্পর্শে ছিলেন বলে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে 26,702 জনকে পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে ৷ 1.89 লাখের বেশি মানুষ এখনও চিকিৎসকের নজরাধীন৷
বৃহস্পতিবার একটি কনফারেন্সে বলা হয়, কোরোনার মূলকেন্দ্র ইউহানে কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিরুনি তল্লাশি চালানো হবে যাতে কোরোনায় আক্রান্ত বা যারা আক্রান্তের সংস্পর্শে ছিল,তাদের খুঁজে পাওয়া যায় ৷ সন্দেহজনক ব্যক্তিদের বাকিদের থেকে আলাদা করে পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা করানো হবে ৷ কেউ জ্বরে আক্রান্ত হলে তাকেও মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যাওয়া হবে ৷ আক্রান্ত ও সাধারণ মানুষদের আলাদা করার কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থাও নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ৷