পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

হুবেইতে একদিনেই 242, কোরোনায় মোট মৃত্য়ু 1355 - কলোম্বিয়

হুবেই হেলথ কমিশনের দৈনিক রিপোর্ট অনুযায়ী, 14,840টি নতুন করে আক্রান্তের খোঁজ মিলেছে হুবেইতে ৷ দেশজুড়ে প্রায় 60 হাজার মানুষকে ইতিমধ্যে কোরোনা আক্রন্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ মৃতের সংখ্যা কমপক্ষে 1355 ৷

Corona Update
হুবেইতে মৃত 242

By

Published : Feb 13, 2020, 9:34 AM IST

Updated : Feb 13, 2020, 3:10 PM IST

বেজিং, 13 ফেব্রুয়ারি: মৃতের সংখ্যাটা এতদিন 100-এর কাছাকাছি ঘোরাফেরা করত , কিন্তু এবার একলাফেই সেই সংখ্যা পৌঁছালো 242-এ ! কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি হুবেইতে, ভাইরাসের উৎপত্তিও হুবেই প্রদেশের ইউহানেই ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় অধিকাংশ নামই হুবেইয়ের বাসিন্দাদের ৷ তবে একদিনের মধ্যেই সেই চিত্রটা বদলে গেল ব্যাপকভাবে ৷

চিন কর্তৃপক্ষ কোরোনা আক্রান্ত নির্ধারণের পদ্ধতিতে বদল আনার সঙ্গে সঙ্গেই আক্রান্তের সংখ্যাও বেড়েছে বিপুল মাত্রায় ৷ একদিনেই প্রায় 15 হাজার মানুষ কোরোনা আক্রান্ত হিসাবে চিহ্নিত হয়েছে ৷

হুবেই হেলথ কমিশনের দৈনিক রিপোর্ট অনুযায়ী, 14,840টি নতুন করে আক্রান্তের খোঁজ মিলেছে হুবেইতে ৷ দেশজুড়ে প্রায় 60 হাজার মানুষকে ইতিমধ্যে কোরোনা আক্রন্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ মৃতের সংখ্যা কমপক্ষে 1355 ৷

হেলথ কমিশনের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘এবার থেকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যেসব ব্যক্তি কোরোনা আক্রান্ত হিসাবে চিহ্নিত হবে, তাদেরও সরকারি তালিকায় যোগ করা হবে ৷ নিউক্লিক অ্যাসিড টেস্টের বদলে ফুসফুসের একধরনের পরীক্ষার মাধ্যমে কেউ কোরোনা আক্রান্ত কিনা তা নির্ণয় করা হবে ৷ এতে রোগীরা আরও দ্রুত সঠিক চিকিৎসা পাবে এবং চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কারণ হিসাবে বলা হয় , ‘‘ নতুন কোরোনা ভাইরাস দ্বারা সৃষ্ট নিউমোনিয়া সম্পর্কে আমাদের উপলব্ধি আরও গভীর হয়েছে এবং রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছে ৷’’

WHO-এর জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রধান মাইকেল রায়ান বলেন, ‘‘এই মুহুর্তে দাঁড়িয়ে এই মহামারীর প্রাথমিক স্তর, চরম পর্যায় কিংবা শেষ পর্যায় নির্ণয় করা ও তার পূর্বাভাস দেওয়া উচিত নয় ৷ সেই সময় এখনও আসেনি ৷’’

WHO প্রধান টেড্রোস অ্যাডানম জানান, ‘‘গত সপ্তাহে চিনে কোরোনা আক্রান্তের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে, তবে এখনই কিছু ঘোষণা করা সম্ভব নয় কারণ এই ভাইরাস যেকোনও মুহুর্তে দিক পরিবর্তন করতে পারে ৷’’

সম্প্রতি ওয়েষ্টারডাম নামক একটি মাররকিন ক্রুজকে কোনও দেশই তাদের বন্দরে নোঙর করতে দিচ্ছিল না কোরোনা আতঙ্কে ৷ সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় কলোম্বিয়া ৷ তারা জাহাজটিকে নোঙর করার অনুমতি দেয় ৷ টেড্রোস এই ঘটনায় কলোম্বিয়ার প্রশংসা করে বলেন, এইধরনের বিপর্যয়ের সময় ভালো ও খারাপ -দুই দিকই বের করে আনে৷ বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সম্প্রীতির নজির গড়ল কলোম্বিয়া ৷

Last Updated : Feb 13, 2020, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details