দিল্লি, 3 এপ্রিল : ইতালির পর এবার কোরোনার গ্রাসে অ্যামেরিকা । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 হাজার 169 জনের । বিশ্বে কোরোনা মহামারির রূপ নেওয়ার পর একদিনে মৃত্যুর নিরিখে এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ । এর আগে এই তালিকায় সর্বাগ্রে ছিল ইতালি । 27 মার্চ সেখানে মৃত্যু হয় 969 জনের ।
অ্যামেরিকায় গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা একদিকে হাজার ছাড়িয়েছে । অন্যদিকে একইসময়ে নতুন করে 30 হাজার জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এখনও পর্যন্ত অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 45 হাজার 337 । আর মৃতের সংখ্যা 6 হাজার 95 জন ।
কোরোনার এপিসেন্টার হিসেবে নিউইয়র্ককে চিহ্নিত করা হয়েছে শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে । কারণ অ্যামেরিকায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কেই । সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দেড় হাজারের । আর শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত 50 হাজারের কাছাকাছি ।
গতকাল অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, এখনও পর্যন্ত 1.3 মিলিয়নেরও অধিক মানুষের COVID-19 পরীক্ষা করা হয়েছে । তিনি বলেন, "আমরা প্রতিদিন 1 লাখ করে নমুনা পরীক্ষা করছি ।"
অ্যামেরিকার এই পরিণতির জন্য জনসাধারণকেই দায়ি করছে হোয়াইট হাউজ় । আজ হোয়াইট হাউজ়ের COVID-19 রেসপন্স কো-অর্ডিনেটর ডেবোরাহ বার্ক্স বলেন, "অ্যামেরিকারয় কোরোনা আক্রান্তের সংখ্যাই প্রমাণ করছে যে, জনসাধারণ ট্রাম্প প্রশাসনের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকা পালন করছে না ।"