বেজিং, 26 মে : আজ সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জ়িনপিং । সবচেয়ে খারাপ পরিস্থিতিতে সার্বভৌমত্বকে দৃঢ়তার সঙ্গে রক্ষা করতে বলেছেন তিনি । আজ একটি সভায় অংশ নেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি ।
শি জ়িনপিং তাঁদের সেনাবাহিনীকে সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা চিন্তা করতে বলেছেন । পাশাপাশি, প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতিকেও আরও বাড়িয়ে তোলার নির্দেশ দিয়েছেন । তৎক্ষণাৎ ও কার্যকরভাবে সকলপ্রকার জটিল পরিস্থিতি মোকাবিলা করার ও জাতীয় সার্বভৌমত্ব, সুরক্ষা ও উন্নয়নের স্বার্থকে দৃঢ়তার সঙ্গে রক্ষার জন্য আদেশ দেন ।