বেজিং, 13 সেপ্টেম্বর : অ্যামেরিকার রিপোর্টের এবার পালটা দিল চিন । রিপোর্টে চিনের সামরিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল । তার উত্তরে এবার চিনের প্রতিরক্ষামন্ত্রক বলল, ওয়াশিংটনই হল বিশ্ব শান্তি ও স্থিতাবস্থার উপর সবথেকে বড় অশনি সংকেত ।
প্রসঙ্গত, 2 সেপ্টেম্বর অ্যামেরিকার কংগ্রেসে প্রতিরক্ষা দপ্তরের বার্ষিক প্রতিবেদন প্রকাশের সময়ে চিনা সামরিক গতিবিধি সংক্রান্ত নিয়ে বিবৃতিতে বলা হয়েছিল এটি "অ্যামেরিকার জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক আইনের উপর মারাত্মক প্রভাব ফেলবে"।
ওই রিপোর্টের প্রেক্ষিতে আজ চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল উ কুইয়ান বলেন, রিপোর্টটিতে পিপলস লিবারেশন আর্মি এবং চিনের 1.4 মিলিয়ন মানুষের মধ্যে সম্পর্কের "চাঞ্চল্যকর বিকৃতি" করা হয়েছে । তিনি আরও বলেন, "বহু বছর থেকে প্রমাণিত যে অ্যামেরিকাই আঞ্চলিক শান্তি বিনষ্ট করে, আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে এবং বিশ্বের স্থিতাবস্থাকে নষ্ট করে ।," তাঁর কথায়, বিগত দুই দশকে ইরাক, সিরিয়া, লিবিয়া এবং অন্যান্য দেশে অ্যামেরিকার অভিযানের ফলে আট লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন ।
আরও পড়ুন :হাজারেরও বেশি চিনা নাগরিকের ভিসা বাতিল অ্যামেরিকার