পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

উহানের ল্যাবের ছবি সামনে আনল চিনা মিডিয়া - অ্যামেরিকা

উহানের ল্যাব থেকে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান করতে চিনা মিডিয়ার তরফে উহানের পি-4 ল্যাবের কয়েকটি ছবি প্রকাশ করা হল ৷ তবে ওই ল্যাবে কী নিয়ে গবেষণা চলছে, সেই সম্পর্কে কিছু জানানো হয়নি ৷

first glimpse of Wuhan lab
ইউহানের ল্যাবের ছবি

By

Published : Jul 10, 2020, 7:16 PM IST

বেজিং, 10 জুলাই: কোরোনা ভাইরাস চিনের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে । প্রথম থেকেই এই অভিযোগ করে আসছিল অ্যামেরিকা সহ অনেকেই । এই পরিস্থিতিতে এবার উহানের ল্যাবের ছবি প্রকাশ করল চিনা মিডিয়া ৷

সরকার পরিচালিত CCTV সম্প্রতি ইউহানের পি-4 ল্যাবের কয়েকটি ছবি প্রকাশ করে ৷ মোটা কাঁচের জানালার এক প্রান্ত থেকে ল্যাবটির কয়েকটি ছবি প্রকাশ করা হয় ৷ তবে এই ল্যাবে কীভাবে কাজ হয়, সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি ৷ 2017 সালে উদ্বোধনের পর এই প্রথম চিনের তরফে ওই ল্যাবের কোনও ছবি সামনে আনা হল ৷ ইউহানের পি-4 ল্যাবটি অতি ভয়ঙ্কর ক্লাস-4 প্যাথোজেনের পরীক্ষার জন্য তৈরি করা হয়েছিল ৷

অভিযোগ উঠেছিল, ইউহানের এই ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছিল কোরোনা ভাইরাস ৷ তবে ইউহান ন্যাশনাল বায়োসেফটি ল্যাবরেটরির ডিরেক্টর ইউয়ান ঝিমিং বলেন, ‘‘ল্যাবরেটরি থেকে কোনও ধরনের প্যাথোজেন বা মানবদেহে সংক্রমণ ছড়িয়ে পড়েনি ৷ ভয় ও তথ্যের অভাবে অনেকেই সাধারণভাবেই আশপাশের ল্যাবরেটরি থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে ভাববে ৷ তারা ল্যাবরেটরি ও পরিস্থিতি সম্পর্কে যত জানবে তত ভুল ধারণাও মিটে যাবে ৷’’

অ্যামেরিকা সহ একাধিক দেশ কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চিনকেই দায়ি করেছে ৷ মে মাসে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কোরোনা ভাইরাসকে নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ করতে না পারায় তিনি চিনের উপর অত্যন্ত আশাহত ৷ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়া এই প্যানডেমিকের প্রভাব পড়বে অ্যামেরিকা-চিন বাণিজ্যেও ৷ যদিও চিনের তরফে অ্যামেরিকার এই অভিযোগ অস্বীকার করে বলা হয়, নাগরিকদের বিভ্রান্ত করতে চেষ্টা করছে অ্যামেরিকা ৷ অন্যদিকে, মে মাসেই বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলিতে 120টিরও বেশি দেশ কোরোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্তের দাবি করে ৷ এর জবাবে চিনের তরফে প্রস্তাব দেওয়া হয়, কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে তদন্তে নেতৃত্ব দিক ৷

কোরোনা ভাইরাসের উৎস নিয়ে তদন্তের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দুই প্রতিনিধিকে বেজিংয়ে পাঠানো হয়েছে ৷ এদের মধ্যে একজন পশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ও একজন এপিডেমিওলজিস্ট রয়েছেন, তাঁরা শনিবার ও রবিবার বেজিং পরিদর্শন করে কীভাবে পশুদেহ থেকে মানবদেহে ভাইরাস ছড়াল সেই বিষয়ে তদন্তের দিকনির্দেশ স্থির করবে বলে জানা গেছে ৷

বিজ্ঞানীদের মতে, কোরোনা ভাইরাসের উৎপত্তি হয়তো বাদুড় থেকে হয়েছে, এরপর তা প্যাঙ্গোলিন বা ভাম বিড়াল জাতীয় কোনও স্তন্যপায়ী প্রাণীর দেহের মাধ্যমে বাহিত হয়ে মানব দেহে ছড়িয়ে পড়ে ৷ গত বছর উহানের মাছ-মাংসের বাজার থেকে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বলে জানান গবেষকরা ৷

ABOUT THE AUTHOR

...view details