পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

China's minister to Visit India : লাদাখ বিবাদে তিক্ত সম্পর্ক, তবে খুব শিগগিরি ভারতে চিনের বিদেশমন্ত্রী !

2020-র মে মাসে লাদাখে গালওয়ান উপত্যকায় দু'দেশের জওয়ানের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে ৷ এরপর চিন-ভারত সম্পর্ক ক্রমশ তিক্তই হয়েছে (Wang Yi may visit India) ৷

Chinese foreign minister to visit India
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই

By

Published : Mar 17, 2022, 11:18 AM IST

Updated : Mar 17, 2022, 12:06 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ : ভারতে আসতে পারেন চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই ৷ যদিও এ নিয়ে ভারতে চিনের দূতাবাস বা ভারতের বিদেশ মন্ত্রক, কেউই সরকারি ভাবে কিছু জানায়নি ৷ 2020-র মে মাসে লাদাখে গালওয়ান উপত্যকায় দু'দেশের জওয়ানের মধ্যে সংঘর্ষ চরম আকার নেয় ৷ তারপর এই প্রথম চিনের কোনও হেভিওয়েট সরকারি আধিকারিক ভারতে পা রাখবেন ৷ কানাঘুষোয় শোনা গিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে (Chinese Foreign Minister Wang Yi may visit India soon) ৷

চিনের বিদেশমন্ত্রীর এই ভারত সফর গুরুত্বপূর্ণ ৷ এ বছরের শেষদিকে ব্রিকস বৈঠকের আয়োজক দেশ চিন ৷ তাতে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবেন ওয়াং ৷ প্রসঙ্গত উল্লেখ্য, চিন-ভারত সীমান্তে সেনা সরানো নিয়ে এখনও তরজা চলছে ৷ লাদাখের বিতর্কিত জায়গাগুলি থেকে চিনকে পুরোপুরি সরে যাওয়ার কথা জানিয়েছে ভারত ৷ 11 মার্চ চুশুল-মলডো সীমান্তে চিন-ভারত কম্য়ান্ডারের মধ্যে 15তম বৈঠক হয় ৷ ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এই বৈঠকে পশ্চিম দিকে 'লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল' বা এলওসি-তে নিরাপত্তা এবং স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে একমত হয়েছে প্রতিবেশী দুই দেশ ৷

আরও পড়ুন : India-China talks focused on disengagement: ভারত-চিনের 13 ঘণ্টার বৈঠকে হট স্প্রিংয়ে সেনা সরানোয় জোর

এর আগে 12 জানুয়ারি এ বছরের প্রথম বৈঠক হয় ৷ পূর্ব লাদাখের এলওসি-তে স্থিতাবস্থা ফেরাতে দু'দেশের মধ্যে কথাবার্তা চললেও সমাধান হয়নি ৷ কিন্তু প্যাংগং তাও লেকের উত্তর ও দক্ষিণ তির (North and South Bank of Pangong Tso), গালওয়ান উপত্যকা এবং গোগরা হট স্প্রিং অঞ্চল নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, দু'দেশই এবার বিতর্কিত জায়গাগুলি নিয়ে সমাধানের উপর নজর দেবে ৷ এখনও পর্যন্ত ভারত-চিন সম্পর্ক তিক্ত ৷ ভারত বেজিংকে স্পষ্ট বার্তা দিয়েছে, দু'দেশের মধ্যে শান্তি বজায় রাখতে হলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করতে হবে ৷

Last Updated : Mar 17, 2022, 12:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details