বেজিং, 19 মার্চ : ইউহানকে কোরোনা ভাইরাসের উৎপত্তিস্থল বা আঁতুরঘর বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৷ সেই ইউহান শহরে নতুন করে কারও শরীরে সংক্রমণের হদিস পাওয়া যায়নি ৷ যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে চিন প্রশাসনকে ৷ কোরোনার সংক্রমণ শুরু হয় চিনের ইউহান শহর থেকে ৷ এখনও পর্যন্ত চিনে মোট 80 হাজার 928 জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৷ শুধুমাত্র চিনেই মারা গেছে তিন হাজারেরও বেশি মানুষ ৷ তবে বেজিংয়ে নতুন করে কয়েকজনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷
চিনের মূল ভূখণ্ডে গতকাল পর্যন্ত নতুন করে 34 জনের শরীরে COVID 19 -এর সংক্রমণ পাওয়া গেছে ৷ চিনের স্বাস্থ্য কমিশনের হিসেব বলছে, 17 মার্চ পর্যন্ত 13 জন নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৷ সেখান থেকে প্রায় দ্বিগুনেরও বেশি বেড়েছে নতুন করে সংক্রমণের সংখ্যা ৷ শেষ পর্যন্ত পাওয়া রিপোর্টে নতুন করে যে 34 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে তাদের মধ্যে 21 জন বেজিংয়ের ৷