ওয়াশিংটন, 24 ফেব্রুয়ারি : চিনের সুতির সুতো নির্মাণ সংস্থা জিনজিয়াংকে নিষিদ্ধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ উইঘুরদের সঙ্গে অমানবিক আচরণের কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ যার জেরে সংস্থার অর্থনৈতিক বৃদ্ধি ক্ষতির মুখে এসে দাঁড়িয়েছে ৷ গত মাসে চিনা সুতির সুতো প্রস্তুতকারী হুয়াফু ফ্যাশন সংস্থা বিনিয়োগকারী সংস্থাকে সতর্ক করেছিল ৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হুয়াফু জানিয়েছে একাধিক আমেরিকান ব্র্য়ান্ড তাদের অর্ডার বাতিল করেছে ৷ যা সংস্থার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে ৷ হুয়াফু গত বছরে 54.3 মিলিয়ন মার্কিন ডলার লোকসানের মুখ দেখেছে ৷ সেখানে 2019 সালে 62.5 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল সংস্থাটি ৷ মার্কিন যুক্তরাষ্ট্র 87 শতাংশ চিনা সুতো সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করার পর, বিশ্বের কয়েক হাজার কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ চিনের উত্তর পশ্চিম জিনজিয়াং অঞ্চলে মুসলিম উইঘুরদের প্রতি অত্যাচারের কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে ৷