পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইশু, পাকিস্তানের চাপ বাড়িয়ে বলল চিন

কাশ্মীর ইশুতে পাকিস্তানের কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে একপ্রকার দিল্লির পাশে থাকার বার্তা দিতে চাইল বেজিং প্রশাসন ৷

By

Published : Oct 9, 2019, 10:06 PM IST

কাশ্মীর ইশুতে পাকিস্তানের কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে একপ্রকার দিল্লির পাশে থাকার বার্তা দিতে চাইল বেজিং প্রশাসন ৷

দিল্লি, 9 অক্টোবর : ভারত সফরে আসার আগেই বন্ধু 'পাকিস্তান'-এর কাঁধ থেকে হাত সরিয়ে নিল চিন ৷ এতদিন কাশ্মীর ইশু নিয়ে যারা বারবার মুখ খুলছিল, সেই বেজিংয়ের আজ স্পষ্ট মন্তব্য, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ সন্দেহ নেই চিন সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে এ মন্তব্য যথেষ্ট অস্বস্তিকর ৷

মাস দু'য়েক আগেই জম্মু-কাশ্মীর থেকেই 370 এবং 35এ ধারা প্রত্যাহারের পরই সরব হয়েছিল ইসলামাবাদ ৷ দিল্লির দিকে বারবার অশান্তিতে মদত দেওয়ার অভিযোগ তুলেছিল তারা৷ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সমর্থন আদায়ের চেষ্টা করেছিল ৷ পাকিস্তানের সুরে সুর মিলিয়েছিল একমাত্র চিন ৷ এতদিন ডোনাল্ড ট্রাম্পের মতো রাষঅট্রপ্রধানরা যেখানে কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেই মন্তব্য করেছেন, সেখানে বেজিংয়ের এই অবস্থান নিঃসন্দেহে অস্বস্তি বাড়াচ্ছিল দিল্লির ৷ তার উপর ভারত-চিন সীমান্ত বিরোধের বিষয়টি তো ছিলই ৷

মাস দুয়েক ধরে বিষয়টি নিয়ে চাপানউতোর চললেও আচমকাই ভোল বদল বেজিংয়ের ৷ আগামীকাল ভারত সফরে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ জিনপিংয়ের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক৷ নিঃসন্দেহে ভারতের বাজার চিনের ক্ষেত্রে অত্যন্ত লোভনীয় ৷ কূটনৈতিক এবং বাণিজ্য মহলের বিশ্বাস, পাকিস্তানের মতো একপ্রকার ভেঙে পড়া অর্থনৈতিক দেশকে পাশে পেতে কোনওমতেই ভারতের বাজার হাতছাড়া করতে রাজি নয় চিন ৷ সেই মতোই প্রত্যাশিত ভারত সফরের আগে কাশ্মীর ইশুতে পাকিস্তানের কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে একপ্রকার দিল্লির পাশে থাকার বার্তা দিতে চাইল বেজিং প্রশাসন ৷

জিনপিংয়ের ভারত সফরের অন্যতম জরুরি ইশু হতে চলেছে 5জি নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি ৷ ভারতের বাজারে শীঘ্রই 5জি নেটওয়ার্কের অনুপ্রবেশ হতে চলেছে ৷ বাণিজ্য মহলের বিশ্বাস, কম দামি চিনা ফোন যেগুলি 5জি নেটওয়ার্কে কাজ করতে সক্ষম, সেগুলি ভারতের বাজারে অতি অল্প দামে বিক্রির পরিকল্পনা রয়েছে চিনা সংস্থাগুলির৷ এই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নয় বেজিং ৷

এবারের সফরে দু'দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এই সফর ৷ ডোকলাম উত্তেজনার পর চিনা রাষ্ট্রপ্রধানের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ ৷

ABOUT THE AUTHOR

...view details