পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সোয়াইন ফিভার প্রতিরোধে ভারত থেকে শূকর রপ্তানি নিষিদ্ধ করল চিন - জেনেরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস অফ চায়না

জেনেরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস অফ চায়না এবং কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রকের তরফে একটি যুগ্ম নির্দেশিকা প্রকাশ করা হয় । সেই নির্দেশিকা চিনের একটি সংবাদমাধ্যম সম্প্রচার করে । সেখানে উল্লেখ করা হয়, শূকর, বন্য শূকর এবং সেইজাত অন্যান্য পণ্য ভারত থেকে রপ্তানি নিষিদ্ধ করল চিন ।

swine
swine

By

Published : May 29, 2020, 12:55 PM IST

বেইজিং, 29মে : আফ্রিকান সোয়াইন ফিভারের দুশ্চিন্তায় ভারত থেকে শূকর, বন্য শূকর আমদানি বন্ধ করল চিন । আফ্রিকান সোয়াইং ফিভারের কারণে অসমে এই মাসের প্রথম দিকে 14000 শূকর মারা যায় ।

জেনেরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস অফ চায়না এবং কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রকের তরফে একটি যুগ্ম নির্দেশিকা প্রকাশ করা হয় । সেই নির্দেশিকা চিনের একটি সংবাদমাধ্যম সম্প্রচার করে । সেখানে উল্লেখ করা হয়, শূকর, বন্য শূকর এবং সেইজাত অন্যান্য পণ্য ভারত থেকে রপ্তানি নিষিদ্ধ করল চিন ।

5 মে পূর্ব লাদাখে চিন ও ভারত সেনার মুখোমুখি সংঘর্ষ হয় । এরপরেই দু'দেশের সম্পর্কে অবনতি হয় । এই সংঘর্ষে 100-র বেশি ভারতীয় ও চিন সেনার জওয়ান জখম হন । 9 মে উত্তর সিকিমেও একই ঘটনা ঘটে । 3488 কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সীমান্ত বিতর্ক রয়েছে । চিনের দাবি, অরুণাচলপ্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ । অন্যদিকে ভারত এর বিরোধী ।

এই পরিস্থিতি তৈরি হওয়ার পরেই চিনের তরফে ভারত থেকে শূকর ও বন্য শূকর রপ্তানি নিষিদ্ধ করল চিন ।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বৃহস্পতিবার জানান, সমস্যা সমাধানের জন্য চিনের সঙ্গে ভারত আলোচনা করছে । সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details