সিডনি, 30 নভেম্বর : চিনের এক প্রশাসনিক আধিকারিক সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছিলেন । ছবিতে দেখা যায়, অস্ট্রেলিয়ার এক সেনাকর্মী রক্ত মাখা ছুরি এক আফগান শিশুর গলায় ধরে আছেন । এই ঘটনার তীব্র নিন্দা করেছে অস্ট্রেলিয়া । এই ঘটনার জন্য চিন প্রশাসনের তরফে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে অস্ট্রেলিয়া ।
সেনাকর্মীর ছবি ইশুতে চিনকে ক্ষমা চাইতে বলল অস্ট্রেলিয়া - Australian PM
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র একটি ছবি টুইটারে পোস্ট করেন । যেখানে এক অস্ট্রেলীয় সেনাকর্মীকে এক আফগান শিশুর গলায় ছুরি হাতে দেখা যায় ।
চিনকে ক্ষমা চাইতে বলল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক সাংবাদিক বৈঠক ডেকে জানান, "এই ঘটনার তীব্র নিন্দা করছি । এটা কোনওভাবেই সমর্থনযোগ্য নয় । এই ঘটনার এর ফলে দুই দেশের সম্পর্ক খারাপ হবে ।" চিনের পাশাপাশি টুইটারকেও এই ছবি সরিয়ে ফেলার কথা জানিয়েছে স্কট প্রশাসন । চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান ওই ছিবি টুইটারে পোস্ট করেছিলেন ।