পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিবেচনা করা হয় না : চিন - China has been blocking India's entry into the NSG

ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিবেচনা করে না চিন

প্রতীকী ছবি

By

Published : Mar 2, 2019, 6:48 AM IST

Updated : Mar 2, 2019, 7:14 AM IST

বেজিং, ২ মার্চ : ভারত ও পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ বলে বিবেচনা করে না চিন। গতকাল বেজিংয়ে একটি বিবৃতিতে একথা বলেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি বলেন, "ভারত ও পাকিস্তানকে কখনওই আমরা পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিবেচনা করিনি।"

পাশাপাশি, উত্তর কোরিয়াকেও পরমাণু শক্তিধর দেশের তকমা দিতে নারাজ চিন। গতকালই দুটি নিউক্লিয়ার প্রসেসিং প্ল্যান্ট বন্ধ করার আর্জি খারিজ করে দেয় উত্তর কোরিয়া। তার জেরে ভিয়েতনামে অ্যামেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনা ভেস্তে যায়।

উল্লেখ্য, ভারত ইতিপূর্বে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা NSG-তে অন্তর্ভুক্তির দাবি জানালেও চিনের বিরোধিতায় তা সফল হয়নি। চিনের দাবি, দিল্লি পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি বা নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটিতে (NPT) স্বাক্ষর না করায় ভারতকে NSG-র সদস্যপদ দেওয়া উচিত নয়। পাকিস্তানের ক্ষেত্রেও একই নীতি বজায় রাখে চিন।

Last Updated : Mar 2, 2019, 7:14 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details