পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

চিনে কোরোনায় আক্রান্ত আরও 57 - চিনে গত দু'মাসে সর্বোচ্চ কোরোনা আক্রান্ত

ফের কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনে । গত তিনদিনে বেজিং সহ একাধিক জায়গায় একের পর এক আক্রান্তের খোঁজ মিলেছে ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jun 14, 2020, 8:03 AM IST

বেজিং, 14 জুন : চিনে নতুন করে কোরোনায় আক্রান্ত 57 জন । এপ্রিলের পর থেকে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ । হঠাৎ সংক্রমিতের সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় রীতিমতো চিন্তায় প্রশাসন ।

শুক্রবার বেজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজারে কোরোনা আক্রান্তের খোঁজ মেলে । গত দু'দিনে এই বাজারে কর্মরত সাত জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মেলায় আপাতত তা বন্ধ করে দেওয়া হয়েছে । চার হাজার দোকান জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে ।

ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, 57 জন নতুন সংক্রমিতের মধ্যে 36 জনই বেজিংয়ের বাসিন্দা । এর আগে শুক্রবার ছ'জনের ও বৃহস্পতিবার একজনের দেহে কোরোনা ভাইরাসের খোঁজ মেলে । কারও কোনও ট্রাভেল হিস্ট্রি নেই ।

এই সংক্রান্ত আরও খবর : বেজিংয়ে নতুন করে কোরোনায় আক্রান্ত 7, বন্ধ হল বাজার

গত বছর ডিসেম্বরে চিনেই প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ মেলে । তারপর জানুয়ারিতে তা দ্রুত বাড়তে থাকে । ছড়িয়ে পড়ে বিশ্বের একাধিক দেশে । কঠোর লকডাউনের জেরে মার্চের মাঝামাঝিতে চিনের কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে এবং এপ্রিলে সেখানে স্বাভাবিক হতে থাকে সবরকম পরিষেবা । তারপর থেকে সেভাবে এদেশে কোরোনা সংক্রমিতের খোঁজ মেলেনি । গত তিন দিনে নতুন করে আক্রান্তের খোঁজ মেলায় ফের কড়া পদক্ষেপ করেছে সরকার । বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক বাজার । আগামীকাল থেকে স্কুল খোলার কথা থাকলেও তা আপাতত স্থগিতই থাকছে বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details