বেজিং, 15 জুন : পেরিয়ে গেছে প্রায় দু'মাস । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চিনের পরিস্থিতি । যে চিন মারণ কোরোনার উৎসস্থান, তারা ফিরতে শুরু করেছে ছন্দে । বিশ্বে যখন কোটিতে পৌঁছতে যায় মোট আক্রান্তের সংখ্যা, জনজীবন প্রায় স্তব্ধ, পড়াশোনা কার্যক বন্ধ, তখন চিনে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তও হয় । কিন্তু গত সপ্তাহে চিনে নতুন করে কোরোনা সংক্রমণ, পরিস্থিতি আবারও পালটে দেয় । গতকাল এদেশে আক্রান্ত হয়েছেন 57 জন । আজ ফের 39 । যার জেরে আপাতত 10 টি এলাকায় পুনরায় লকডাউন ঘোষণা করে চিন সরকার । স্থগিত রাখা হয় স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তও ।
দু'মাস পর বৃহস্পতিবার প্রথম কোরোনা সংক্রমণের হদিশ মেলে চিনে । শুক্রবার কোরোনা সংক্রমিতের হদিশ মেলে বেজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজারে । এই দু'দিনে এই বাজারে কর্মরত সাত জনের শরীরে কোরোনা সংক্রমণ মেলায় বাজারটিকে বন্ধ করে দেওয়া হয় । চার হাজার দোকান জীবাণমুক্তও করা হয় । গতকাল ফের 57 জনের শরীরে নতুন করে সংক্রমণ মেলে ।