নয়াদিল্লি, 3 মে : ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি ও মৃত্যুর মিছিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট হয় ৷ পোস্টটি করা হয় চিনের একটি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের তরফে ৷ কিন্তু সেই পোস্ট ঘিরে সমালোচনা শুরু হয় ৷ তার পর পোস্টটি ডিলিট করে দেওয়া হয় ৷
মহাকাশে চিনের তরফে একটি মডিউল লঞ্চ ও ভারতের শ্মশানের চিত্র তুলে ধরে ওই পোস্টটি করা হয় ৷ সেখানে চিনের আগুন জ্বালানো ও ভারতের আগুন জ্বালানো নিয়ে তুলনামূলক মন্তব্য করা হয় ৷ সঙ্গে ব্যবহার করা হয় একটি হ্যাশট্যাগ ৷ সেখানে উল্লেখ করা হয় ভারতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 4 লক্ষ পেরিয়ে যাওয়ার বিষয়টি ৷
পোস্টটি করা হয় সিনা ওয়েইবো-র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ৷ যে পেজটি হল কমিউনিস্ট পার্টিজ় সেন্ট্রাল পলিটিক্যাল অ্যান্ড লিগাল অ্যাফেয়ার্স কমিশনের ৷ কিন্তু পরে দেখা যায় যে ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে ৷ কারণ, চিনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাই এই পোস্ট নিয়ে আপত্তি তুলেছিলেন ৷ সমালোচনা করেছিলেন ৷
আরও পড়ুন :পঞ্জাবে যেতে চান ? অবশ্যই লাগবে কোভিড-নেগেটিভ রিপোর্ট বা টিকাকরণের শংসাপত্র
যদিও এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে চিনের সরকারের তরফে এখন ভারতের পাশে থাকার উপর বেশি নজর দিতে বলেছেন ৷ চিনের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন যে চিন এই সংকটের পরিস্থিতিতে ভারতের পাশে থাকবে ৷