নিউ ইয়র্ক, 31 অগস্ট : অশান্ত আফগানিস্তানের জন্য অন্য দেশগুলির বিশৃঙ্খল ভাবে সেনা প্রত্যাহার করাকে দায়ী করল চিন ৷ ইউএনএসসি-তে (UN Security Council, UNSC) চিনের প্রতিনিধি বলেন, "বিভিন্ন দেশের সেনাবাহিনী যে বিশৃঙ্খল পদ্ধতিতে আফগানিস্তান ছেড়েছে, তার সঙ্গে আফগানিস্তানের এই সাম্প্রতিক গন্ডগোলের সরাসরি যোগ রয়েছে ৷ আমরা আশা করি, সংশ্লিষ্ট দেশগুলি বুঝতে পারবে যে এই প্রত্যাহার করা মানেই দায়িত্ব শেষ নয় ৷ বরং নতুন করে ভাবনাচিন্তার আর ভুল সংশোধনের ৷"
আফগানিস্তান বিষয়ে একটি প্রস্তাব (Resolution) পাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (United Nations Security Council) ৷ বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষ বর্ধন শ্রিংলার (Harsh Vardhan Shringla) নেতৃত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেছে ভারত ৷ সেখানে পাশ হওয়া এই গুরুত্বপূর্ণ প্রস্তাব 13 টি দেশের সমর্থন পেয়েছে ৷ শুধুমাত্র চিন ও রাশিয়া এর পক্ষে ভোট দেয়নি ৷ কোনও দেশ এই রেজোলিউশনের বিরোধিতা করেনি ৷
আরও পড়ুন : Taliban celebration: 20 বছরের সেনা অভিযান শেষ, শূন্যে গুলি ছুড়ে উল্লাস তালিবানের