পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

গবেষণার জন্য নতুন রিমোটসেন্সিং উপগ্রহ ইয়াওগন-33 উৎক্ষেপণ চিনের - তুন রিমোট-সেন্সিং উপগ্রহ ইয়াওগন-33

বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে চিন একটা নতুন রিমোটসেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে । যার নাম ইয়াওগন-33 । এই মিশনে একটি মাইক্রো ও ন্যানো প্রযুক্তির উপগ্রহকেও কক্ষপথে পাঠানো হয়েছে । বিজ্ঞান গবেষণা, ভূ-সম্পদের সমীক্ষা, ফসলের পরিমাণের ইঙ্গিত করতে এবং প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ করতে এই দুই স্যাটেলাইটকে ব্যবহার করা হবে ।

Yaogan-33
ইয়াওগন-33 উৎক্ষেপণ করল চিন

By

Published : Dec 29, 2020, 10:46 AM IST

বেজ়িং , 29 ডিসেম্বর : চিন একটি নতুন রিমোটসেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে । যাকে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার কাজে লাগানো হবে । জিনহুয়া নিউজ় এজেন্সির রিপোর্ট অনুযায়ী, রবিবার রাত 11টা 44 নাগাদ জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটিকে মহাকাশে পাঠানো হয় ।

ইয়াওগন-33 নামের ওই কৃত্রিম উপগ্রহকে একটি লংমার্চ-ফোরসি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং সেটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে । লংমার্চ ক্যারিয়ার রকেট সিরিজ়ের একটি হল 357 তম ফ্লাইট মিশন । এই মিশনে একটি মাইক্রো ও ন্যানো প্রযুক্তি গবেষণা স্যাটেলাইটকেও কক্ষপথে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, ব্রিটেন ফেরত 6 জনের শরীরে মিলল কোরোনার নতুন স্ট্রেন

এই দু'টি স্যাটেলাইটকেই বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, ভূসম্পদের সমীক্ষা, ফসলের পরিমাণের অনুমান করা ও প্রাকৃতিক বিপর্যয় আটকাতে ব্যবহার করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details