বেজিং, 24 সেপ্টেম্বর : ক্রিপ্টোকারেন্সির যেকোনও ধরনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করল চিন ৷ শুক্রবার চিনের সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ তালিকায় রয়েছে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ৷ জানানো হয়েছে, এই ধরনের অবৈধ ডিজিটাল মুদ্রার ব্যবহার বন্ধে প্রচার করা হবে ৷
আরও পড়ুন :Indo-Pacific Quad Summit : চিনের আধিপত্য রুখতে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ করবে কোয়াড দেশগুলি
2013 সালেই চিন ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বন্ধ করে দিয়েছিল ৷ কিন্তু তার পরও এই কাজ চলছে বলে ওই দেশের সরকারের কাছে অভিযোগ আসে ৷ এর ফলে সরকারি অর্থ ব্যবস্থায় প্রভাব পড়ছে ৷ ঝুঁকিও বাড়ছে ৷ তাই সরকারি তরফে আরও একবার বিষয়টি মানুষকে অবগত করানো হল বলে খবর ৷
এই নিয়ে পিপলস ব্যাঙ্ক অফ চায়না তাদের ওয়েবসাইটে এই বিষয়টি জানিয়েছে ৷ সেখানে বিটকয়েন, ইথেরিয়ামের মতো ডিজিটাল মুদ্রার উল্লেখ রয়েছে ৷ যদিও চিনে ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা কাজ করে, তাদের দাবি যে তারা এই নিয়ে গোপনীয়তা রক্ষা করতে এবং নমনীয় হতে প্রস্তুত ৷ কিন্তু চিন সরকার নমনীয় নয় ৷ তারা চায় নিষিদ্ধ হয়ে যাক ডিজিটাল মুদ্রা ৷