টোকিও, 14 অক্টোবর : জাপানের আন্তর্জাতিক জিমন্যাস্টিকস টুর্নামেন্টে অংশ নেবে চিন । এদিন চিনের জাতীয় জিমন্যাস্টিকস বিভাগের তরফে এমনই জানানো হয় । নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জারি করা হয়েছে বেশ কিছু নিয়ম । টোকিও যাওয়ার আগে সমস্ত প্রতিযোগীদের 14 দিনের আইসোলেশনে রাখা হবে । সেখান থেকে ফেরার পরও তাঁদের 7 দিন পর্যবেক্ষণ এ রাখা হবে ।
এ প্রসঙ্গে এক আধিকারিক বলেন, "কোরোনা সংক্রমণ এর পর এটাই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট । প্রত্যেক প্রতিযোগীকে 14 দিনের আইসলেশনে রাখা হবে । জাপান থেকে ফেরার পর আবারও 7 দিন পর্যবেক্ষণ এ রাখা হবে তাঁদের । "
অপরদিকে, টোকিওতে পৌঁছানোর পর কোনও প্রতিযোগীকে 14 দিনের কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়নি। তবে, প্রতিযোগীদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে । শুধুমাত্র হোটেল থেকে মেন ভেনুতে যেতে পারবেন তাঁরা । এর বেশি কোথাও যাওরায় অনুমতি দেওয়া হয়নি তাঁদের ।
এই প্রতিযোগিতায় চিন ছাড়াও অংশ নেবেন রাশিয়া, অ্যামেরিকা ও জাপানের প্রতিযোগীরা । প্রত্যেক দেশ থেকে 4জন মহিলা ও 4 জন করে পুরুষ প্রতিযোগীর আসার অনুমতি দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত, কোরোনা ভাইরাসের জন্য সমস্ত রকম নিয়ম মেনেই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে । কোনও প্রতিযোগী যাতে অসুবিধায় না পড়েন সেদিকেই নজর দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে ।