চেংডু, 27 জুলাই : চেংডুতে অ্যামেরিকান দূতাবাস বন্ধ করে দিল চিন । কয়েকদিন আগেই হিউজ়টনে চিনা দূতাবাস বন্ধ করার নির্দেশ দিয়েছিল অ্যামেরিকা । এরই পালটা হিসেবে এবার চেংডুতে অ্যামেরিকার দূতাবাস বন্ধ করে দেওয়া হল ।
চিনা বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, "27 জুলাই সকাল 10 টার সময় নির্দেশমতো চেংডুতে অ্যামেরিকান কনসুলেট জেনারেল বন্ধ করে দেওয়া হয়েছে ।"
চেংডু শহরটি দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের রাজধানী । এই পরিস্থিতিতে এখান থেকে অ্যামেরিকান দূতাবাসকে সরিয়ে দেওয়ায় দুই দেশের মধ্যে ঠান্ডা সংঘাতের যে বাতাবরণ তৈরি হয়েছে, তা আরও কিছুটা বাড়িয়ে দিল বলেই মনে করছে কূটনৈতিক মহল ।
দু'দিন আগেই হিউস্টনে চিনা দূতাবাস বন্ধ করার নির্দেশ দেয় অ্যামেরিকা ৷ এরপরই চিনের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, "অ্যামেরিকার এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের বুনিয়াদকে ভেঙেছে । শুধু তাই নয়, চিন ও অ্যামেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ককেও নষ্ট করেছে।"
কয়েকদিন আগেই অ্যামেরিকার সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো সামনে আসে । সেখানে দেখা যায়, হিউস্টনে চিনের দূতাবাসের ভিতর পোড়ানো হচ্ছে বেশি কিছু নথি ৷ আর সেই আগুন নেভাতে দূতাবাসের ভিতরে প্রবেশের চেষ্টা করছে হিউস্টন পুলিশ ও দমকলকর্মীরা ৷ এরপরই অ্যামেরিকার প্রশাসনের তরফে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় বেজিংয়ের বিরুদ্ধে ।