নয়াদিল্লি, 18 নভেম্বর: অরুণাচলে চিনের গড়ে তোলা গ্রামের হদিশ মিলেছে আগেই । এবার গায়ের জোরে ভারতের মিত্র দেশ ভুটানের জমিও দখলের অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে । সেখানে 100 স্কোয়্যার কিলোমিটার অর্থাৎ প্রায় 24 হাজার 710 একরের বেশি জমি ড্রাগনবাহিনীর হাতে উঠেছে । সেখানে চিনা নাগরিকদের সরিয়ে এনে চারটি গ্রাম গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ ।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টেল ল্যাব কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ওই ছবি সামনে এসেছে । তাতে দেখা গিয়েছে, 2017 সালে যে ডোকলামে ভারতীয় এবং চিনা সেনা সরাসরি সংঘর্ষে জড়িয়েছিল এবং তারপর দীর্ঘদিন মুখোমুখি অবস্থান করছিল, সেই ডোকলামের গা ঘেঁষেই নয়া গ্রামগুলি গড়ে তোলা হয়েছে ৷ বাংলার শিলিগুড়ি করিডর থেকে যার দূরত্ব মাত্র 80 কিলোমিটার । 2021-এর মে থেকে নভেম্বরের মধ্যে এই নির্মাণ সম্পূর্ণ হয়েছে বলে জানা যাচ্ছে ৷ এই ডোকলাম ঘিরে চিন এবং ভুটানের মধ্যে টানাপড়েন দীর্ঘদিনের ।
তাতেই ভারতের জন্য নতুন করে দুশ্চিন্তা বাড়ল । কারণ দীর্ঘদিন ভুটানকে বিদেশনীতি নিয়ে উপদেশ দিয়ে আসছে দিল্লি । ভুটান সেনাকে আজও প্রশিক্ষণ দিয়ে চলেছে ভারত । যদিও সীমান্তের বিস্তীর্ণ এলাকা সমর্পণ নিয়ে বরাবর ভুটানকে চাপ দিয়ে আসছে চিন, ভারত শুরু থেকেই তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল । ডোকলামে দীর্ঘদিন মুখোমুখি অবস্থান করে চিনা আগ্রাসন আটকে দিয়েছিল ভারত ৷
আরও পড়ুন:Kartarpur Corridor: খুলে গেল কর্তারপুর করিডর, পাকিস্তানে রওনা বিজেপির 21 সদস্যের প্রতিনিধিদলের
কিন্তু গত কয়েক বছরে একাধিক বার চিনা আগ্রাসনের সামনে ভারতের মুঠো আলগা হওয়ার অভিযোগ সামনে এসেছে । লাদাখে ফিঙ্গার 8 থেকে ক্রমশ ভিতরে ঢুকে এসেছে চিন । দেপসাং, উষ্ণপ্রবণ এলাকায় এখনও তাদের সেনা মোতায়েন রয়েছে বলে অভিযোগ । তারপর চিনের সম্প্রসারণবাদের থাবা বসেছে অরুণাচলেও ।