পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সু চি-র বিরুদ্ধে নতুন অভিযোগ মনগড়া, মত জনসনের

মায়ানমারের গণনেত্রী আন সান সু চি-কে গ্রেপ্তার করেছে মায়ানমারের পুলিশ ৷ গত 16 ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর করা হয় ৷ যা মনগড়া ও মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷

Charges against Suu Kyi fabricated, clear violation of human rights: UK PM
সু চি-র বিরুদ্ধে নতুন অভিযোগ ‘মনগড়া’: বরিস জনসন

By

Published : Feb 17, 2021, 3:13 PM IST

লন্ডন, 17 ফেব্রুয়ারি: মায়ানমারের জননেত্রী আন সান সু চি-র বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে সে-দেশের সেনা ও পুলিশ ৷ যা মনগড়া ও মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷

সু চি-র আইনজীবী জানিয়েছেন, গত 16 ফেব্রুয়ারি জ়াবুথিরি টাউনশিপ কোর্টহাউসে শুনানি চলাকালীনই তাঁর বিরুদ্ধে অতিরিক্ত একটি এফআইআর করে মায়ানমারের সেনা ও পুলিশ ৷ যার প্রেক্ষিতে টুইটারে ক্ষোভ উগড়ে দেন জনসন ৷ লেখেন, ‘‘আন সান সু চি-র বিরুদ্ধে মায়ানমার সেনা যে নতুন মনগড়া অভিযোগ দায়ের করেছে, তাতে সরাসরি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে৷’’

নিজের টুইটবার্তায় মায়ানমারের আমজনতার পাশে থাকারও বার্তা দিয়েছেন বরিস ৷ তিনি লিখেছেন, ‘‘আমরা মায়ানমারের নাগরিকদের সঙ্গেই আছি ৷ যাঁরা এই অভ্যুত্থানের পিছনে আছেন, তাঁদের সকলের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে ৷’’

আরও পড়ুন:বাড়ছে উত্তাপ, মায়ানমারে গণ আন্দোলনের দ্বিতীয় সপ্তাহ

প্রসঙ্গত, দেশের মাটিতে রেডিয়ো-র বেআইনি আমদানি এবং অনৈতিক ব্য়বহারের অভিযোগ গত 3 ফেব্রুয়ারি মায়ানমারের গণনেত্রীকে গ্রেপ্তার করা হয় ৷ কারণ, মায়ানমারে রেডিয়ো-র ব্য়বহার নিষিদ্ধ ৷ যদি কেউ রেডিয়ো আমদানি বা ব্য়বহার করতে চান, তাহলে তাঁকে সেনাবাহিনীর সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হয় ৷

একই কারণ দেখিয়ে এবং করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট ঊ উইন মিন্টকেও গ্রেপ্তার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details