লন্ডন, 17 ফেব্রুয়ারি: মায়ানমারের জননেত্রী আন সান সু চি-র বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে সে-দেশের সেনা ও পুলিশ ৷ যা মনগড়া ও মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷
সু চি-র আইনজীবী জানিয়েছেন, গত 16 ফেব্রুয়ারি জ়াবুথিরি টাউনশিপ কোর্টহাউসে শুনানি চলাকালীনই তাঁর বিরুদ্ধে অতিরিক্ত একটি এফআইআর করে মায়ানমারের সেনা ও পুলিশ ৷ যার প্রেক্ষিতে টুইটারে ক্ষোভ উগড়ে দেন জনসন ৷ লেখেন, ‘‘আন সান সু চি-র বিরুদ্ধে মায়ানমার সেনা যে নতুন মনগড়া অভিযোগ দায়ের করেছে, তাতে সরাসরি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে৷’’
নিজের টুইটবার্তায় মায়ানমারের আমজনতার পাশে থাকারও বার্তা দিয়েছেন বরিস ৷ তিনি লিখেছেন, ‘‘আমরা মায়ানমারের নাগরিকদের সঙ্গেই আছি ৷ যাঁরা এই অভ্যুত্থানের পিছনে আছেন, তাঁদের সকলের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে ৷’’