পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

লাহোরের ধর্মস্থানের বাইরে বিস্ফোরণ, নিহত 8 - Sufi Shrine

লাহোরের দাতা দরবারের বাইরে বিস্ফোরণ । নিহত 8, জখম কমপক্ষে 26 ।

ঘটনাস্থানের ছবি

By

Published : May 8, 2019, 10:24 AM IST

Updated : May 8, 2019, 2:42 PM IST

লাহোর, 8 মে : লাহোরের দাতা দরবার ধর্মস্থানের বাইরে বিস্ফোরণ । আজ সকালে বিস্ফোরণ হয় । নিহত আটজন । পাঁচজনই পুলিশকর্মী । গুরুতর জখম কমপক্ষে 26 । আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ।

গুরুতর জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । উদ্ধারকাজ চলছে । তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি ।

দাতা দরবার ধর্মস্থানটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সুফি দরগা । সুফি ধর্মগুরু দাতা গঞ্জ বকসের দেহাবশেষ এই দরগায় সংরক্ষিত রয়েছে । একাদশ শতকে দরগাটি নির্মিত হয় । প্রতি বছর প্রায় 10 লাখ মানুষ এই দরগায় আসেন ।

Last Updated : May 8, 2019, 2:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details