পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Blast in Pakistan : করাচিতে বিস্ফোরণে ভাঙল বহুতল, মৃত অন্তত 12 - পাকিস্তান বিস্ফোরণে মৃত অন্তত 12

পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ (Blast in Pakistan) ৷ ভেঙে পড়ল বহুতলের একাংশ ৷ ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত বহু ৷

blast in pakistan killed several people
Blast in Pakistan : বিস্ফোরণে ভাঙল বহুতল, পাকিস্তানের করাচিতে মৃত অন্তত 12

By

Published : Dec 18, 2021, 6:56 PM IST

সিন্ধ (পাকিস্তান), 18 ডিসেম্বর :বিস্ফোরণে প্রাণ গেল অন্তত 12 জনের ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে (Blast in Pakistan) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করাচি শহরের শেরশাহ এলাকায় বিস্ফোরণটি ঘটে ৷ সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনায় একটি বহুতলের বেশ খানিকটা অংশ ধসে গিয়েছে ৷ এই বহুতলে একটি ব্যাঙ্ক ছিল ৷

আরও পড়ুন :Indonesia's Semeru Volcano Erupts : ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি বিস্ফোরণ, মৃত অন্তত 13

ঘটনার খবর জানা মাত্র সেখানে পৌঁছে যান পুলিশ প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে এখনও ধংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন বলে অনুমান ৷ তাঁদের যাতে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়, সেই চেষ্টা চলছে ৷

আরও পড়ুন :দিল্লিতে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ, তদন্তে এনআইএ

তবে কীভাবে এই বিস্ফোরণ ঘটল, সেটা এখনও স্পষ্ট নয় ৷ বিস্ফোরণের ধরন দেখে তার কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে ৷ তবে প্রাথমিকভাবে দু’টি তত্ত্ব সামনে এসেছে ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, গ্যাস লিক করে অথবা মজুত বিস্ফোরকে আগুন লেগে এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ তবে তদন্তের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয় ৷

ABOUT THE AUTHOR

...view details