পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Highest Bhutan Civilian Honour for Modi : ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হচ্ছে মোদিকে

ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ((Bhutan Government Felicitate Narendra Modi to Highest Civilian Award)) ৷ ভুটান সরকার আজ এ কথা জানিয়েছে ৷ দীর্ঘ কয়েকবছর ধরে ভুটানকে সাহায্য করা এবং অতিমারীতে সবসময় পাশে থাকায়, ধন্যবাদ স্বরূপ এই সম্মান দেওয়া হচ্ছে মোদিকে (Bhutan Highest Civilian Award Ngadag Pel gi Khorlo) ৷

Bhutan Government Felicitate Narendra Modi
ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হচ্ছে মোদিকে

By

Published : Dec 17, 2021, 11:48 AM IST

Updated : Dec 17, 2021, 12:06 PM IST

নয়াদিল্লি, 17 ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিবেশী দেশ ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান নগাদাগ পেল জি খোরলোয় (Bhutan Highest Civilian Award Ngadag Pel gi Khorlo) সম্মানিত করা হচ্ছে ৷ একটি বিবৃতি জারি করে এ খবর জানিয়ে ভুটান সরকার ৷ এ নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইটও করেন ভুটানের প্রধানমন্ত্রী ৷ যে টুইটে মোদিকে ‘মহান’ বলে উল্লেখ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং (Bhutan Government Felicitate Narendra Modi to Highest Civilian Award) ৷

লোটে শেরি তাঁর টুইটে লেখেন, ‘‘সর্বোচ্চ অসামরিক সম্মান নগাদাগ পেল জি খোরলোর জন্য মহান মোদিজির নাম ঘোষণা করার কথা শুনে খুব খুশি হয়েছি ৷’’ ভুটানের প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘‘বছরের পর বছর ধরে বিশেষ করে অতিমারীর সময় মোদিজি নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করে গিয়েছেন ৷ বিষয়টিকে মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রক মনে করেছে তিনি এটার যোগ্য ! ভুটানের নাগরিকদের তরফে আপনাকে অনেক শুভেচ্ছা ৷ তাঁকে সম্মানিত করার জন্য আমরা মুখিয়ে রয়েছি ৷

আরও পড়ুন : আজ থেকে ছয় দেশে কোরোনার টিকা সরবরাহ করবে ভারত

প্রসঙ্গত, করোনা সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে ভুটানকে স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য সবরকম সাহায্য করেছে ভারত সরকার ৷ এমনকি ভ্যাকসিন পাঠানোর ক্ষেত্রেও উদারতা দেখিয়েছিল কেন্দ্র ৷ তাই এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া হচ্ছে ৷

Last Updated : Dec 17, 2021, 12:06 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details