নয়াদিল্লি, 17 ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিবেশী দেশ ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান নগাদাগ পেল জি খোরলোয় (Bhutan Highest Civilian Award Ngadag Pel gi Khorlo) সম্মানিত করা হচ্ছে ৷ একটি বিবৃতি জারি করে এ খবর জানিয়ে ভুটান সরকার ৷ এ নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইটও করেন ভুটানের প্রধানমন্ত্রী ৷ যে টুইটে মোদিকে ‘মহান’ বলে উল্লেখ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং (Bhutan Government Felicitate Narendra Modi to Highest Civilian Award) ৷
লোটে শেরি তাঁর টুইটে লেখেন, ‘‘সর্বোচ্চ অসামরিক সম্মান নগাদাগ পেল জি খোরলোর জন্য মহান মোদিজির নাম ঘোষণা করার কথা শুনে খুব খুশি হয়েছি ৷’’ ভুটানের প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘‘বছরের পর বছর ধরে বিশেষ করে অতিমারীর সময় মোদিজি নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করে গিয়েছেন ৷ বিষয়টিকে মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রক মনে করেছে তিনি এটার যোগ্য ! ভুটানের নাগরিকদের তরফে আপনাকে অনেক শুভেচ্ছা ৷ তাঁকে সম্মানিত করার জন্য আমরা মুখিয়ে রয়েছি ৷