পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বেজিংয়ে ফের কোরোনা আক্রান্ত 7 - discovery of seven cases of the new coronavirus

ফের বেজিংয়ে কোরোনায় আক্রান্ত ৷ আক্রান্ত মোট 7 ৷ এর জেরে গতকাল সেখানে বন্ধ করা হল সবথেকে বড় খাবারের হোলসেল মার্কেট ৷

Beijing shuts food market after 7 new cases
ফের বেজিংয়ে কোরোনায় আক্রান্ত 7

By

Published : Jun 13, 2020, 1:58 PM IST

বেজিং, 13 জুন : ফের কোরোনা সংক্রমণ চিনে ৷ গত দু'দিনে 7 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন বেজিংয়ে ৷ এর জেরে আজ বেজিংয়ের সবথেকে বড় পাইকারি খাবারের বাজার বন্ধ করা হল ৷ কড়া নিরাপত্তায় পুলিশ ও সুরক্ষাকর্মীরা ৷

চিনের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বাজারটির নাম শিনফাদি মার্কেট ৷ সেখানে দোকান রয়েছে 4 হাজার ৷ বাজারের প্রত্যেকটি কর্মচারীর কোরোনা পরীক্ষা করা হবে ৷ এরপর জীবাণুমুক্ত করা হবে মার্কেটটিকে ৷ চিনের স্বাস্থ্য কমিশন সূত্রের খবর, গতকাল বেজিংয়ে 6 জনের কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ৷ বাকি 1 জনের কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে বৃহস্পতিবার ৷ গত 50 দিনে চিনের রাজধানীতে এই প্রথম আবার কোরোনা সংক্রমণ হয় ৷

জানা গেছে, কোরোনা আক্রান্তদের মধ্যে দু'জন ওই মার্কেটে গিয়েছিলেন ৷ সেই দু'জন মিট রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন ৷ সেখানে তাদের মধ্যে একজনের সঙ্গে সংস্পর্শে আসেন এক ব্যক্তি ৷ তিনিও কোরোনায় আক্রান্ত হন ৷ পুলিশ সূত্রে জানা গেছে, এরপর ওই মার্কেটের সমস্ত কর্মচারীদের কোরোনার পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ পরীক্ষার জন্য পাঠানো হয় খাবারসহ অন্যান্য স্যাম্পেলের ৷ শহরের অন্যান্য হোলসেল খাবারের মার্কেটেরও খাবারসহ অন্যান্য জিনিসের স্যাম্পেল পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷

গতকাল থেকেই ওই মার্কেট বিল্ডিংয়ের বাইরে বন্ধের সাইনবোর্ড টাঙানো হয়েছে ৷ বিল্ডিংয়ের বাইরে পুলিশ ও সুরক্ষাকর্মীরা কড়া পাহারায় রয়েছেন ৷ বন্ধ করা হয়েছে বিল্ডিংয়ের পার্কিংয়ের জায়গাও ৷ মার্কেট কর্তৃপক্ষকে ওই বিল্ডিং খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ওই এলাকায় ক্লাস ওয়ান থেকে থ্রিয়ের প্রাইমারি স্কুল ও বিভিন্ন খেলার অনুষ্ঠান চালুর পরিকল্পনা ছিল ৷ কিন্তু ফের কোরোনা সংক্রমণের জেরে সেগুলি বন্ধ রাখা হয়েছে ৷

চিন প্রশাসন সূত্রে খবর, গত 24 ঘণ্টায় চিনের বিভিন্ন জায়গা থেকে আরও 5 জন কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ জানা গেছে, তারা প্রত্যেকেই বাইরে থেকে আসা ৷ চিনে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 83 হাজার 75 জন ৷ মারা গেছে 4 হাজার 634 জন ৷

ABOUT THE AUTHOR

...view details