ঢাকা, 15 ডিসেম্বর:বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে (50th Victory Day celebrations) যোগ দিতেতিনদিনের সফরে ঢাকায় পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Bangladesh welcomes President Kovind) ৷ তাঁকে বিমানবন্দরে রেড কার্পেটে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ (Bangladesh President Abdul Hamid) ৷ গার্ড অফ অনার দেওয়া হয় কোবিন্দকে ৷
1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনার বিরুদ্ধে বিরাট সাফল্য পেয়েছিল বাংলাদেশ ৷ আত্মসমর্পণ করে পাক বাহিনী ৷ সেই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয় ওপার বাংলায় ৷ বিজয় দিবসের 50তম বর্ষে (50th Victory Day celebrations) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ৷ সেই আমন্ত্রণ রক্ষা করে তিনদিনের সফরে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান আজ ঢাকা গেলেন রাষ্ট্রপতি ৷
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রামনাথ কোবিন্দ, তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতী কোবিন্দকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তাঁর স্ত্রী রশিদা খানাম ৷ 21টি তোপধ্বনিতে গার্ড অফ অনার দেওয়া হয় ৷ কোবিন্দকে স্বাগত জানাতে সে দেশের বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রী ও সেনা আধিকারিকরা উপস্থিত ছিলেন বিমানবন্দরে ৷ কোবিন্দকে গার্ড অফ অনার দেন বাংলাদেশের তিন বাহিনীর আধিকারিকরা ৷
আরও পড়ুন:President Kovind to visit Bangladesh: বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে আজ ঢাকা যাচ্ছেন রাষ্ট্রপতি
কোভিড 19 (Covid 19) অতিমারির প্রাদুর্ভাবের পর রাষ্ট্রপতি এই প্রথমবার বিদেশ সফরে গেলেন ৷ তাঁর এই সফর আনুষ্ঠানিক হলেও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে দু দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন ৷ রাষ্ট্রপতির এই সফর ভারত ও বাংলাদেশ - দু‘দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতের বিদেশসচিব হর্ষ বর্ধন শ্রিংলাও (Harsh Vardhan Shringla on Kovind Bangladesh visit) ৷
আরও পড়ুন:Harsh Vardhan Shringla meeting with Sheikh Hasina : রাষ্ট্রপতির সফরের আগে হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের বিদেশ সচিব
বাংলাদেশ সফরে সে দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন রাষ্ট্রপতি কোবিন্দ ৷ 71-এর যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি কোবিন্দ ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমণ্ডিতে শেখ মুজিবর রহমান মেমোরিয়াল মিউজিয়ামেও যাবেন তিনি ৷ আজ বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর ৷ এরপর রাষ্ট্রপতি ভবনে কোবিন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে ৷ সেখানে উপস্থিত থাকবেন হাসিনাও ৷ সফরের দ্বিতীয় দিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মানীয় অতিথি হিসেবে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি ৷ 17 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন ৷
আরও পড়ুন :Foreign Secretary Visits Bangladesh: মৈত্রী দিবসে 2 দিনের বাংলাদেশ সফরে বিদেশ সচিব শ্রিংলা