পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা রুখতে বাংলাদেশে ফের জারি করা হবে লকডাউন

গত মার্চ মাসে লকডাউন প্রত্যাহার করে নেয় বাংলাদেশ সরকার ৷ তারপর থেকে সেখানে সংক্রমণ বাড়তে থাকে ৷ এই পরিস্থিতিতে ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে বাংলাদেশ ৷

bangladesh-to-reimpose-lockdown-to-curb-corona-virus-spread
কোরোনা রুখতে বাংলাদেশে আবারও জারি করা হবে লকডাউন

By

Published : Jun 8, 2020, 10:55 AM IST

ঢাকা, 8 জুন : কোরোনার সংক্রমণ রুখতে বাংলাদেশে আবারও জারি করা হবে লকডাউন ৷ জানাল বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক ৷ এনিয়ে বাংলাদেশ সরকারের COVID-19 মিডিয়া সেলের আহ্বায়ক হাবিবুর রহমান খান জানান, আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের কয়েকটি এলাকায় লকডাউন জারি করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে ।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে দেশব্যাপী লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার ৷ হাবিবুর রহমান খান বলেন, প্রাথমিকভাবে শহরগুলিতে সীমিতভাবে লকডাউন চালু করা হবে ৷ ধীরে ধীরে অন্য শহরগুলিকেও লকডাউনের আওতায় আনা হবে ৷ গত মার্চ মাস থেকে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় ছড়িয়ে পড়তে শুরু করে কোরোনা ভাইরাসের সংক্রমণ ৷ বর্তমানে সেখানে আক্রান্তের সংখ্যা 63 হাজার 26 জন ৷ মারা গেছেন মোট 846 জন ৷

প্রসঙ্গত, 16 মার্চ পর্যন্ত বাংলাদেশজুড়ে লকডাউন চলে ৷ তারপর থেকে সরকার কারখানা খোলার অনুমতি দেয় সরকার ৷ ধীরে ধীরে সব চালু হচে করে ৷ যার জেরে পাল্লা দিয়ে বাড়তে শুরু করে কোরোনায় আক্রান্তের সংখ্যাও ৷

ABOUT THE AUTHOR

...view details