ঢাকা, 28 জুন : বাংলাদেশে জোরালো বিস্ফোরণে (Bangladesh Blast) ভেঙে পড়ল বহুতল ৷ প্রাণ গেল অন্তত 7 জনের ৷ জখম হয়েছেন আরও 50 জন ৷ রবিবার ঢাকার (Dhaka) একটি বাণিজ্যিক বহুতলে তীব্র বিস্ফোরণ হয় ৷ তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি ৷
ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণে 7 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁর কথায়, "আমরা জানতে পেরেছি যে, ওই ঘটনায় 50 জন আহত হয়েছেন ৷" তবে বিস্ফোরণের পেছনে অন্তর্ঘাতের কোনও সাক্ষ্য-প্রমাণ এখনও পুলিশের হাতে আসেনি বলে জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী ও মেয়ে-সহ পুলিশ অফিসারকে গুলি করে খুন জঙ্গিদের