ঢাকা, 21 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক । পাশাপাশি বাংলাদেশের তরফে আরও জানানো হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমস্ত নীতিগত বিষয়ে ভারতকে সমর্থন জানায় তারা । উন্নয়ন সব দেশের জন্য অগ্রাধিকার হওয়া উচিত ।
আরও কোণঠাসা পাকিস্তান, 370 ইশুতে এবার ভারতের পাশে বাংলাদেশও !
গতকালই দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও পোক্ত করতে বাংলাদেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর । আর আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ভারতের অভ্যন্তরীণ বিষয় ।
গতকালই দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও পোক্ত করতে বাংলাদেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর । ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন সেই দেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেন । এই সফর প্রসঙ্গে বাংলাদেশে ভারতের হাইকমিশন টুইট করে, 'বাংলাদেশ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ সহযোগী । বাংলাদেশ উপমহাদেশে প্রতিবেশীদের মধ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে এক স্তম্ভ ।" এর আগে 7 অগাস্ট দু'দিনের সফরে ভারত এসেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ়ামান খান ।
370 ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান ও চিন জোর চেষ্টা চালায় জম্মু ও কাশ্মীরকে আন্তর্জাতিক ইশু করার । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ নিয়ে পাকিস্তান ও চিন ক্রমাগত বিবৃতিও জারি করতে থাকে । তবে এই বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বলে আখ্যা দিয়েছিল সৌদি আরব ও শ্রীলঙ্কা । এরপরও 370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীর ইশুতে আলোচনা চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানায় চিন । সেই বৈঠক হলেও, তাতে কোনও সিদ্ধান্ত না হওয়ায় পাকিস্তান ও চিনের প্রচেষ্টা ব্যর্থ হয় । এমন কী নিরাপত্তা পরিষদের 14টি দেশ কাশ্মীর ইশু নিয়ে ভারতের পক্ষে ছিল সেই বৈঠকে । এরই মাঝে বাংলাদেশের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ । এই বিবৃতির ফলে কাশ্মীর ইশুতে পাকিস্তান আরও কোণঠাসা হয়ে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।