ঢাকা, 1 সেপ্টেম্বর : প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিনের জাতীয় শোক ঘোষণা করল বাংলাদেশ সরকার । ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে আগামীকাল অর্ধনমিত থাকবে সেদেশের জাতীয় পতাকা ৷
গতকাল দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায় । তাঁর প্রয়াণে বাংলাদেশেও দেখা দিয়েছে শোকের ছায়া । স্মৃতিচারণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শোকবার্তায় শেখ হাসিনা বলেন, "বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের অনন্য অবদান কখনও বিস্মৃত হওয়ার নয় । আমি সবসময় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি ।"
ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় উজ্জ্বল নক্ষত্র বলে মন্তব্য করেন শেখ হাসিনা ৷ তিনি বলেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত হারাল একজন দেশপ্রেমিক নেতাকে । আর বাংলাদেশ হারাল একজন আপনজনকে ।