পশ্চিমবঙ্গ

west bengal

আজ ভারতে বাংলাদেশের বিদেশমন্ত্রী, শনিবার সাক্ষাৎ জয়শংকরের সঙ্গে

By

Published : Dec 12, 2019, 3:49 AM IST

দু'দিনের ভারত সফরে বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ৷

বাংলাদেশ বিদেশমন্ত্রী ভারত সফর
বাংলাদেশ বিদেশমন্ত্রী ভারত সফর

দিল্লি, 12 ডিসেম্বর : আজ ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ৷ লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ ঠিক তার পরেই বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, এমনই মনে করছে রাজনৈতিক মহল ৷

দু'দিনের জন্য ভারত সফরে এসেছেন মোমেন ৷ শনিবার অর্থাৎ 14 ডিসেম্বর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷ সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে এসে জানিয়েছিলেন, NRC বা জাতীয় নাগরিকপঞ্জি ভারতের 'অভ্যন্তরীণ বিষয়' ৷ এ প্রসঙ্গে তাঁকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু দ্রুত ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল ( CAB) পাশের পর আসলে ঢাকার দুশ্চিন্তা বেড়েছে, তাই সে দেশের বিদেশমন্ত্রী ভারত সফরে আসছেন বলে মনে করা হচ্ছে ৷

বাংলাদেশের বিদেশমন্ত্রী যদিও সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর কথায়, বাংলাদেশের অনেক জরুরি সিদ্ধান্তই নানা ধর্মের মানুষই নিয়েছেন ৷ CAB প্রসঙ্গে তিনি বলেন, ''ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারতের যে একটি নিজস্ব চরিত্র রয়েছে, তা দুর্বল হতে পারে এই বিলের ফলে ৷''

দ্বিপাক্ষিক চুক্তির স্বর্ণযুগ চলছে, এমনই বলেন মোমেন ৷ ভারতকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবেও উল্লেখ করেছেন তিনি৷ বাংলাদেশের মনে আশঙ্কা তৈরি হবে, এমন কিছু ভারত করতে পারেনা, এমনও মন্তব্য করেছেন শেখ হাসিনা সরকারের বিদেশমন্ত্রী ৷

একাংশ বলছে, ঢাকার চিন্তার বিষয় অসমে শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না ৷ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রীর তরফে বারবার বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে আশঙ্কার কোনও কারণ নেই ৷ কিন্তু শরণার্থী সমস্যায় জর্জরিত বাংলাদেশকে নিয়ে এমনিতেই চিন্তায় হাসিনা সরকার ৷ এর মধ্যে CAB-এর জেরে ফের বাংলাদেশে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকলে তা সে দেশের জাতীয় রাজনীতির পক্ষে যথেষ্ট চিন্তার ৷ এ ছাড়াও সংখ্যালঘু নিপীড়নের অভিযোগও রয়েছে প্রতিবেশী দেশের বিরুদ্ধে ৷ তাই সবমিলিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীর ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details