নিউ দিল্লি, 15 মে : অবশেষে ভারত থেকে 70 জন অস্ট্রেলিয়াবাসীকে নিয়ে দেশের উত্তরে ডারউইনে নামল অস্ট্রেলিয়ার বিমান ৷ ভারতে বিমান যাতায়াত নিষিদ্ধ করার পর আজ সকালে প্রথম নিউ দিল্লি থেকে বিমান গেল অস্ট্রেলিয়ায় ৷
তবে, অস্ট্রেলিয়াগামী যাত্রীদের তালিকা থেকে বাদ পড়েছেন 72 জন ৷ এঁদের মধ্যে 48 জনের করোনা পজিটিভ ধরা পড়ে, আর বাকিরা সংক্রামিতদের সংস্পর্শে থাকায় তাঁরাও ওই বিমানে জায়গা পাননি ৷
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির স্বাস্থ্য মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক ভাবে 150 জন যাত্রীকে নিয়ে আসার পরিকল্পনা ছিল ৷ আবারো করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত সংক্রামিত আর তাঁদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের আপাতত ভারতেই থাকতে হবে ৷ দেশে ফেরার পরেও অন্ততপক্ষে দু'সপ্তাহের জন্য যাত্রীদের হাওয়ার্ড স্প্রিংয়ের কোয়ারানটিন কেন্দ্রে থাকতে হবে ৷