সিডনি, 8 জানুয়ারি : একে দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া । তার উপর খরার কবলে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল । এই মুহূর্তে স্থানীয়দের শত্রু হয়ে দাঁড়িয়েছে উট । এলাকার সমস্ত জলের ভাঁড়ার একের পর এক খালি করে দিচ্ছে উটগুলি । এমনকী জলের সন্ধানে ঘরেও ঢুকে পড়ছে । তাই জল বাঁচাতে এবার উট নিধনের সিদ্ধান্ত প্রশাসনের ।
নভেম্বর থেকে দাবানলের কবলে অস্ট্রেলিয়া । 47 কোটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে ৷ ১৪০০-র বেশি বাড়ি পুড়ে গেছে ৷ এর মাঝেই উটের উপদ্রব । স্থানীয়দের তরফে জানা গেছে, এলাকার জলাশয় ছেড়ে এবার বেড়া ভেঙে ঘরের মধ্যে হানা দিচ্ছে উটগুলি । এমনকী ঘাড় বাড়িয়ে AC-র জল পর্যন্ত খাওয়ার চেষ্টা করছে । এছাড়াও বছরে প্রায় একটন কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ মিথেন গ্যাস নির্গমন করে উট । যা উষ্ণায়নের পরিমাণ বাড়াচ্ছে ।