ক্যানাবেরা, 14 জানুয়ারি : নতুন বাসার খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 13 হাজার কিলোমিটার পেরিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিল একটি রেসিং পায়রা৷ এর জন্য সেই পাখিটিকে পার করতে হয়েছে প্রশান্ত মহাসাগর৷ কিন্তু কোয়ারিন্টিনের ক্ষেত্রে ঝুঁকি হয়ে যাবে বলে ওই রেসিং পায়রাটিকে মেরে ফেলতে চাইছে অস্ট্রেলিয়ার প্রশাসন৷ জানা গিয়েছে যে ডিসেম্বরের 26 তারিখ ওই পায়রাটিকে মেলবোর্নে প্রথমবার দেখা যায়৷ আর তা মার্কিন যুক্তরাষ্ট্রের ওরিগন অঞ্চল থেকে এসেছে৷
কেভিন সেলি-বার্ড নামে এক ব্যক্তি ওই পায়রাটির নাম দিয়েছেন জো৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন৷ তাঁর নামেই এই পায়রার নামকরণ করা হয়েছে৷ তাঁর বাড়ির পিছনেই আপাতত ওই পায়রাটি আশ্রয় নিয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলোহোমায় রেসিং পায়রাদের একটি সংগঠন রয়েছে৷ সেই সংগঠনের তরফে ওই পায়রার নামও জানানো হয়েছে৷ কিন্তু সেই মালিকের সঙ্গে কেভিন যোগাযোগ করতে পারেননি৷