পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মার্কিন মুলুক থেকে উড়ে আসা পায়রা মেরে ফেলতে চায় অস্ট্রেলিয়া - অস্ট্রেলিয়া

কেভিন সেলি-বার্ড নামে এক ব্যক্তি ওই পায়রাটির নাম দিয়েছেন জো৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন৷ তাঁর নামেই এই পায়রার নামকরণ করা হয়েছে৷ তাঁর বাড়ির পিছনেই আপাতত ওই পায়রাটি আশ্রয় নিয়েছে৷

Australia to kill pigeon that crossed Pacific from Oregon
মার্কিন মুলুক থেকে উড়ে আসা পায়রা মেরে ফেলতে চায় অস্ট্রেলিয়া

By

Published : Jan 14, 2021, 8:02 PM IST

ক্যানাবেরা, 14 জানুয়ারি : নতুন বাসার খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 13 হাজার কিলোমিটার পেরিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিল একটি রেসিং পায়রা৷ এর জন্য সেই পাখিটিকে পার করতে হয়েছে প্রশান্ত মহাসাগর৷ কিন্তু কোয়ারিন্টিনের ক্ষেত্রে ঝুঁকি হয়ে যাবে বলে ওই রেসিং পায়রাটিকে মেরে ফেলতে চাইছে অস্ট্রেলিয়ার প্রশাসন৷ জানা গিয়েছে যে ডিসেম্বরের 26 তারিখ ওই পায়রাটিকে মেলবোর্নে প্রথমবার দেখা যায়৷ আর তা মার্কিন যুক্তরাষ্ট্রের ওরিগন অঞ্চল থেকে এসেছে৷

কেভিন সেলি-বার্ড নামে এক ব্যক্তি ওই পায়রাটির নাম দিয়েছেন জো৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন৷ তাঁর নামেই এই পায়রার নামকরণ করা হয়েছে৷ তাঁর বাড়ির পিছনেই আপাতত ওই পায়রাটি আশ্রয় নিয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলোহোমায় রেসিং পায়রাদের একটি সংগঠন রয়েছে৷ সেই সংগঠনের তরফে ওই পায়রার নামও জানানো হয়েছে৷ কিন্তু সেই মালিকের সঙ্গে কেভিন যোগাযোগ করতে পারেননি৷

আরও পড়ুন :লস অ্য়াঞ্জেলসে চিড়িয়াখানায় কোরোনা আক্রান্ত গোরিলা

তিনি জানান, কোয়ারিন্টিন কর্তৃপক্ষের তরফে তাঁকে পায়রাটি ধরার বিষয়ে ব্যবস্থা করতে বলা হয়েছে৷ কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে থাকলে ওই পায়রার কোনও অসুখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেক্ষেত্রে এর প্রভাব সরাসরি অষ্ট্রেলিয়ার পাখি ও পোলট্রি শিল্পের উপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ এদিন অস্ট্রেলিয়ার জাতীয় পায়রা সংগঠনের সম্পাদক ব্র্যাড টার্নার ওই পায়রাটিকে শেষ করার পক্ষেই মত দিয়েছেন৷

ABOUT THE AUTHOR

...view details